কোরবা (মধ্য়প্রদেশ), 30 জানুয়ারি: বছর তিনেক আগের নৃশংস হত্যাকাণ্ডের সাজা শোনাল আদালত ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর ছেলে, পুত্রবধূ এবং 4 বছরের নাতনির নৃশংস হত্যাকাণ্ডের মামলায় কোরবা আদালত 5 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ৷
প্যারেলাল কানওয়ার ছিলেন অবিভক্ত মধ্যপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ৷ তাঁর ছেলে হরিশ কানওয়ার, পুত্রবধূ সুমিত্রা কানওয়ার এবং তাঁদের 4 বছর বয়সি নাতনি ইয়াশিকা কানওয়ার হত্যা মামলায় কোরবা জেলা ও দায়রা আদালতের বিচারক পাঁচ আসামীকে দোষী সাব্যস্ত করেন ৷ আসামীদের মধ্যে 4 জন পুরুষ ও একজন মহিলাও রয়েছে ৷ কোরবা জেলার রামপুর বিধানসভা কেন্দ্রের ভাইসমায় 2021 সালের 21 এপ্রিল ওই তিন জনের খুনের ঘটনা সামনে আসে ৷ বুধবার সন্ধ্যায় আদালত এই রায় দেয় ও দোষীরা সকলেই জেলে ছিল আগে থেকেই ৷