পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রাক্তন মন্ত্রীর পরিবারের সদস্যদের নৃশংস খুন, 5 অভিযুক্তদের যাবজ্জীবন সাজা - LIFE IMPRISONMENT FOR BRUTAL MURDER

একে একে তিন খুন ৷ প্রাক্তন মন্ত্রীর ছেলে, বউ ও তাঁদের 4 বছরের কন্যাশিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় 5 অভিযুক্তকে যাবজ্জীবনের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷

LIFE IMPRISONMENT FOR BRUTAL MURDER
ফাইল চিত্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2025, 1:52 PM IST

কোরবা (মধ্য়প্রদেশ), 30 জানুয়ারি: বছর তিনেক আগের নৃশংস হত্যাকাণ্ডের সাজা শোনাল আদালত ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর ছেলে, পুত্রবধূ এবং 4 বছরের নাতনির নৃশংস হত্যাকাণ্ডের মামলায় কোরবা আদালত 5 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ৷

প্যারেলাল কানওয়ার ছিলেন অবিভক্ত মধ্যপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ৷ তাঁর ছেলে হরিশ কানওয়ার, পুত্রবধূ সুমিত্রা কানওয়ার এবং তাঁদের 4 বছর বয়সি নাতনি ইয়াশিকা কানওয়ার হত্যা মামলায় কোরবা জেলা ও দায়রা আদালতের বিচারক পাঁচ আসামীকে দোষী সাব্যস্ত করেন ৷ আসামীদের মধ্যে 4 জন পুরুষ ও একজন মহিলাও রয়েছে ৷ কোরবা জেলার রামপুর বিধানসভা কেন্দ্রের ভাইসমায় 2021 সালের 21 এপ্রিল ওই তিন জনের খুনের ঘটনা সামনে আসে ৷ বুধবার সন্ধ্যায় আদালত এই রায় দেয় ও দোষীরা সকলেই জেলে ছিল আগে থেকেই ৷

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেদিন রাতে ৷ জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত সরকারি আইনজাবী (কোরবা), কৃষ্ণ কুমার দ্বিবেদী বলেন, "21 এপ্রিল 2021 ভোর 4টের দিকে ভাইসমায় ​​গ্রামে হত্যার একটি নৃশংস ঘটনা ঘটে। উরগা থানা এলাকায় প্যারেলাল কানওয়ারের ছেলে, বউ ও তাঁদের সন্তানকে আসামীরা খুন করেন ৷ তিন জনের মুখে, মাথায়, ঘাড়ে, মুখে, নাকে, কানে ও পায়ে বেশ কয়েকবার আঘাত করে তারা। হরিশের ঘাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যার কারণে তাঁর মৃত্যু হয় ৷

খুনিরা সম্পত্তির কারণেই তাঁদের উপর হামলা চালায় ৷ হরিশের দাদা হরভজন সিং কানওয়ার, তার স্ত্রী ধনকুনওয়ার এবং শ্যালক পরমেশ্বর কানওয়ার ছাড়াও পরমেশ্বরের বন্ধু রামপ্রসাদ মান্নেওয়ার এবং সুরেন্দ্র সিং কানওয়ার হল আসামী ।

ABOUT THE AUTHOR

...view details