পশ্চিমবঙ্গ

west bengal

ছ'টি আসনে মনোনয়ন জমা, বালুরঘাটে বিশাল মিছিল তৃণমূলের

By

Published : Apr 5, 2021, 8:16 PM IST

সোমবার বালুরঘাটে মোট ছ'টি আসনে মনোনয়নপত্র জমা দিল তৃণমূল কংগ্রেস ৷ এদিন বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপন এবং বুনিয়াদপুরের হরিরামপুর ও কুশমন্ডি আসনের মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা ৷ এদিন নমিনেশন জমা দেওয়ার আগে বালুরঘাটে দিশারী মাঠ থেকে বালুরঘাট হাইস্কুল অবধি বিশাল মিছিল করে ঘাসফুল শিবির ৷

বালুরঘাটে তৃণমূলের মনোনয়ন জমা ৷
বালুরঘাটে তৃণমূলের মনোনয়ন জমা ৷

বালুরঘাট, 5 এপ্রিল : সোমবার নমিনেশন জমা দিতে এসে বালুরঘাটে বিশাল মিছিল করল তৃণমূল কংগ্রেস । এদিন দক্ষিণ দিনাজপুর জেলার মোট ছ'টি আসনে নমিনেশন জমা দেয় তৃণমূল । বুনিয়াদপুরে দু'টি এবং বালুরঘাটে চারটি বিধানসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে।

সোমবার বালুরঘাটে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিল তৃণমূল কংগ্রেস ।

এদিন বালুরঘাটের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত, কুমারগঞ্জ আসনের তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল এবং গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস বালুরঘাটে মিছিল করে নমিনেশন জমা দিতে আসেন । তপন বিধানসভার তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু করোনা আক্রান্ত হ‌ওয়ায় তাঁর নির্বাচনী এজেন্ট তাঁর হয়ে মনোনয়নপত্র জমা দেন । মনোনয়ন জমা দেওয়ার আগে বালুরঘাটের দিশারী মাঠ থেকে বালুরঘাট হাইস্কুল মাঠ পর্যন্ত এদিন শহরজুড়ে মিছিল করে শাসকদল । এদিনের মিছিল কার্যত জনপ্লাবনে পরিণত হয়। বালুরঘাটে চার প্রার্থী ছাড়াও এদিন বুনিয়াদপুরে তৃণমূলের হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্র এবং কুশমন্ডি বিধানসভা তৃণমূল প্রার্থী রেখা রায় নমিনেশন জমা দেন ৷

তৃণমূলের জেলা সভাপতি তথা গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস বলেন, "এদিন আমরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে চারটি এবং গঙ্গারামপুর মহকুমা দু'টি আসনে নমিনেশন জমা দিচ্ছি। তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কু করোনায় আক্রান্ত ৷ তাই তাঁর প্রস্তাবক আইন অনুসারে তাঁর নমিনেশন জমা দেবেন ।" আগামী নির্বাচনে জেলায় এই ছ'টি আসনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী গৌতম বলেন, "দ্বিতীয়-তৃতীয় কে হবে সে বিষয়ে রাজনৈতিক লড়াই হতেই পারে, তবে সবগুলি আসনেই জয়ী হবে তৃণমূল কংগ্রেস।"

ABOUT THE AUTHOR

...view details