ETV Bharat / sports

পর্যুদস্ত প্রতিপক্ষ ! দুরন্ত লড়াইয়ে শেষ ষোলোয় প্রীতি, বক্সিংয়েও পদকের স্বপ্ন বুঁনছে ভারত - Paris Olympics 2024

Preeti Pawar in Paris Olympics: প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে অলিম্পিক্সের শেষ ষোলোয় প্রীতি পাওয়ার ৷ ভিয়েতনামের কিম আনকে 5-0 ব্যবধানে হারালেন হ্যাংঝাউ এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী প্রীতি ৷

Preeti Pawar
প্রীতি পাওয়ার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 9:27 AM IST

প্যারিস, 28 জুলাই: দুরন্ত প্রীতি পাওয়ার ৷ ‘রাউন্ড অফ 32’-এ ভিয়েতনামের ভো থি কিম আনকে উড়িয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী ৷ মহিলাদের 54 কেজি বক্সিং ইভেন্টে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নেমেছিলেন পাওয়ার ৷ যদিও রিংয়ে কিম আনকে দাঁড়াতেই দিলেন না ভিওয়ানির বছর কুড়ির মুষ্টিযোদ্ধা ৷

5-0 ব্যবধানে জিতলেও নর্থ প্যারিস এরিনায় শুরুটা ভালো করতে পারেননি পাওয়ার ৷ সদ্য কৈশোরে পা-দেওয়া প্রীতি ম্যাচে ফিরলেন দ্বিতীয় রাউন্ডে ৷ তাঁকে জয় এনে দিল শেষ রাউন্ডের শেষ মিনিটে তীক্ষ্ণ কয়েকটি জ্যাব ৷ প্রতিপক্ষ ভো থি কিম আন ভিয়েতনামের ছ’বারের জাতীয় চ্যাম্পিয়ন ৷ ফলে লড়াইটা যথেষ্ট কঠিন ছিল ৷ প্রতিপক্ষকে কোনও পয়েন্ট কাড়তে না-দিয়ে ম্যাচ জেতায় শেষ ষোলোয় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন প্রীতি ৷

প্রীতি বলেন, ‘‘আমি যখন রিংয়ে গিয়েছিলাম তখন শুধু ভাবছিলাম কী করা দরকার । প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে বুঝে নিতে সময় দিয়েছিলাম ৷ তাতে কিছুটা পিছিয়ে পড়ি ৷ দ্বিতীয় রাউন্ডে কৌশল পরিবর্তন করেছি । কিম আন’কে আরও চাপ দিয়েছি ৷ দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে ওকে পিছিয়ে যেতে বাধ্য করেছিলাম ৷’’

অন্যদিকে পুরুষদের 51 কেজি এবং 71 কেজির শেষ ষোলোয় অভিযান শুরু করবেন অমিত পাঙ্গল এবং নিশান্ত দেব ৷ জাম্বিয়ার প্যাট্রিক চিনয়েম্বার মুখোমুখি হবেন অমিত । চিনয়েম্বা 2022 কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী । ইকুয়েডরের হোসে রদ্রিগেজ টেনোরিওর বিরুদ্ধে লড়বেন নিশান্ত দেব ৷

প্যারিস অলিম্পিক্সে মোট ছ’জন বক্সারকে পাঠিয়েছে ভারত ৷ মহিলাদের 50 কেজি ইভেন্টে 32 রাউন্ডে জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে নামবেন নিখাত জারিন ৷ জিতলে শেষ ষোলোয় বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন চিনের উ ইউয়ের মুখোমুখি হবেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জারিন । মহিলাদের 75 কেজি বিভাগে নরওয়ের সুনিভা হফস্ট্যাডের বিরুদ্ধে নামবেন টোকিও 2020 ব্রোঞ্জ পদক বিজয়ী লভলিনা বর্গহাইন ৷ ওই বাধা টপকালে শেষ আটে অপেক্ষা করছেন চিনের লি কিয়ান ৷

প্যারিস, 28 জুলাই: দুরন্ত প্রীতি পাওয়ার ৷ ‘রাউন্ড অফ 32’-এ ভিয়েতনামের ভো থি কিম আনকে উড়িয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী ৷ মহিলাদের 54 কেজি বক্সিং ইভেন্টে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নেমেছিলেন পাওয়ার ৷ যদিও রিংয়ে কিম আনকে দাঁড়াতেই দিলেন না ভিওয়ানির বছর কুড়ির মুষ্টিযোদ্ধা ৷

5-0 ব্যবধানে জিতলেও নর্থ প্যারিস এরিনায় শুরুটা ভালো করতে পারেননি পাওয়ার ৷ সদ্য কৈশোরে পা-দেওয়া প্রীতি ম্যাচে ফিরলেন দ্বিতীয় রাউন্ডে ৷ তাঁকে জয় এনে দিল শেষ রাউন্ডের শেষ মিনিটে তীক্ষ্ণ কয়েকটি জ্যাব ৷ প্রতিপক্ষ ভো থি কিম আন ভিয়েতনামের ছ’বারের জাতীয় চ্যাম্পিয়ন ৷ ফলে লড়াইটা যথেষ্ট কঠিন ছিল ৷ প্রতিপক্ষকে কোনও পয়েন্ট কাড়তে না-দিয়ে ম্যাচ জেতায় শেষ ষোলোয় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন প্রীতি ৷

প্রীতি বলেন, ‘‘আমি যখন রিংয়ে গিয়েছিলাম তখন শুধু ভাবছিলাম কী করা দরকার । প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে বুঝে নিতে সময় দিয়েছিলাম ৷ তাতে কিছুটা পিছিয়ে পড়ি ৷ দ্বিতীয় রাউন্ডে কৌশল পরিবর্তন করেছি । কিম আন’কে আরও চাপ দিয়েছি ৷ দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে ওকে পিছিয়ে যেতে বাধ্য করেছিলাম ৷’’

অন্যদিকে পুরুষদের 51 কেজি এবং 71 কেজির শেষ ষোলোয় অভিযান শুরু করবেন অমিত পাঙ্গল এবং নিশান্ত দেব ৷ জাম্বিয়ার প্যাট্রিক চিনয়েম্বার মুখোমুখি হবেন অমিত । চিনয়েম্বা 2022 কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী । ইকুয়েডরের হোসে রদ্রিগেজ টেনোরিওর বিরুদ্ধে লড়বেন নিশান্ত দেব ৷

প্যারিস অলিম্পিক্সে মোট ছ’জন বক্সারকে পাঠিয়েছে ভারত ৷ মহিলাদের 50 কেজি ইভেন্টে 32 রাউন্ডে জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে নামবেন নিখাত জারিন ৷ জিতলে শেষ ষোলোয় বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন চিনের উ ইউয়ের মুখোমুখি হবেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জারিন । মহিলাদের 75 কেজি বিভাগে নরওয়ের সুনিভা হফস্ট্যাডের বিরুদ্ধে নামবেন টোকিও 2020 ব্রোঞ্জ পদক বিজয়ী লভলিনা বর্গহাইন ৷ ওই বাধা টপকালে শেষ আটে অপেক্ষা করছেন চিনের লি কিয়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.