ETV Bharat / bharat

জলমগ্ন দিল্লির কোচিং সেন্টার, বেসমেন্টের জমা জলে ডুবে মৃত 3 পড়ুয়া - Delhi Old Rajendra Nagar Accident - DELHI OLD RAJENDRA NAGAR ACCIDENT

RAJINDER NAGAR WATERLOGGING: শনিবার রাতে দিল্লিতে একটি বড়সসড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রবল বৃষ্টির কারণে পুরনো রাজেন্দ্র নগরের অধিকাংশ এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে ৷ ওই এলাকার একটি কোচিং সেন্টারের বেসমেন্টে চার পড়ুয়া জলে আটকা পড়ে । তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।

DELHI OLD RAJENDRA NAGAR ACCIDENT
জলমগ্ন দিল্লির ওল্ড রাজেন্দ্র নগর এলাকার একটি কোচিং সেন্টার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 7:39 AM IST

নয়াদিল্লি, 28 জুলাই: দিল্লির পুরনো রাজেন্দ্র নগর এলাকায় সাতপাল ভাটিয়া মার্গ, বড় বাজার মার্গে অবস্থিত একটি কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির ও ড্রেনের জল ভর্তি হওয়ার কারণে একটি বড়সড় দুর্ঘটনা ঘটেছে । জমা জলে ডুবে মৃত্যু হয়েছে তিন পড়ুয়ার ৷ ঘটনায় ওই কোচিং সেন্টারের মালিক ও কো-অর্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে ৷

দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ডিসিপি এম হর্ষবর্ধন (ইটিভি ভারত)

জানা গিয়েছে, 'রাউজ আইএএস স্টাডি সেন্টার'-এর বেসমেন্টে ড্রেনের জল ঢুকে ভরে গিয়েছে, যার জেরে ওই কোচিং সেন্টারের 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে । এই ঘটনায় মৃত 3 পড়ুয়ার পরিচয় জানা গিয়েছে ৷ মৃতরা হলেন, তেলেঙ্গানার তানিয়া সোনি, কেরলের এরনাকুলামের বাসিন্দা নবীন এবং উত্তরপ্রদেশের আম্বেদকরনগরের বাসিন্দা শ্রেয়া যাদব ৷

দমকল, স্থানীয় পুলিশ প্রশাসন, অ্যাম্বুলেন্স এবং এনডিআরএফ দলও ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারের কাজ চালাচ্ছে । পাশাপাশি, দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ডিসিপি এম হর্ষবর্ধন জানিয়েছেন যে, উদ্ধার অভিযানে এনডিআরএফ-এর ডুবুরিদেরও নামানো হয়েছে । ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন দিল্লির মেয়র শৈলী ওবেরয় ।

এই ঘটনা নিয়ে মন্ত্রী অতীশি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিল্লিতে সন্ধ্যায় প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনার খবর মিলেছে। রাজেন্দ্র নগরের একটি কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে জল ভর্তি হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি দমকল বিভাগ এবং এনডিআরএফ । সেখানে দিল্লির মেয়র ও স্থানীয় বিধায়কও রয়েছেন । প্রতি মিনিটে ঘটনার খবর নিচ্ছি। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ম্যাজিস্ট্রেটের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । এ ঘটনার জন্য যারাই দায়ী হন না কেন, তাঁদের ছাড় দেওয়া হবে না । ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মেয়র শৈলী ওবেরয় । মেয়র জানিয়েছেন, বেসমেন্টে জল ভরে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে । উদ্ধারের কাজ চলছে । এর জন্য দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

দিল্লির বিজেপি নেতা এবং ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর রাজেশ ভাটিয়া এই ঘটনায় গুরুতর অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির বিধায়ক দুর্গেশ পাঠকের বিরুদ্ধে । রাজেশ ভাটিয়ার অভিযোগ, তিনি ক্রমাগত ওই এলাকার জল জমার সমস্যার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন যাতে ভবিষ্যতে কোনও বড় দুর্ঘটনা না ঘটে ৷ কিন্তু তারও পরেও এ বিষয়ে কোনও নজর দেওয়া হয়নি ।

বিজেপি নেতা রাজেশ ভাটিয়া আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই বেসমেন্টে জলে ডুবে তিন-চারজন পড়ুয়ার মৃত্যু হয়েছে । বেসমেন্টে জমা জল বের করে উদ্ধারের কাজে ব্যস্ত সকলে ।

নয়াদিল্লি, 28 জুলাই: দিল্লির পুরনো রাজেন্দ্র নগর এলাকায় সাতপাল ভাটিয়া মার্গ, বড় বাজার মার্গে অবস্থিত একটি কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির ও ড্রেনের জল ভর্তি হওয়ার কারণে একটি বড়সড় দুর্ঘটনা ঘটেছে । জমা জলে ডুবে মৃত্যু হয়েছে তিন পড়ুয়ার ৷ ঘটনায় ওই কোচিং সেন্টারের মালিক ও কো-অর্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে ৷

দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ডিসিপি এম হর্ষবর্ধন (ইটিভি ভারত)

জানা গিয়েছে, 'রাউজ আইএএস স্টাডি সেন্টার'-এর বেসমেন্টে ড্রেনের জল ঢুকে ভরে গিয়েছে, যার জেরে ওই কোচিং সেন্টারের 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে । এই ঘটনায় মৃত 3 পড়ুয়ার পরিচয় জানা গিয়েছে ৷ মৃতরা হলেন, তেলেঙ্গানার তানিয়া সোনি, কেরলের এরনাকুলামের বাসিন্দা নবীন এবং উত্তরপ্রদেশের আম্বেদকরনগরের বাসিন্দা শ্রেয়া যাদব ৷

দমকল, স্থানীয় পুলিশ প্রশাসন, অ্যাম্বুলেন্স এবং এনডিআরএফ দলও ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারের কাজ চালাচ্ছে । পাশাপাশি, দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ডিসিপি এম হর্ষবর্ধন জানিয়েছেন যে, উদ্ধার অভিযানে এনডিআরএফ-এর ডুবুরিদেরও নামানো হয়েছে । ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন দিল্লির মেয়র শৈলী ওবেরয় ।

এই ঘটনা নিয়ে মন্ত্রী অতীশি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিল্লিতে সন্ধ্যায় প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনার খবর মিলেছে। রাজেন্দ্র নগরের একটি কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে জল ভর্তি হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি দমকল বিভাগ এবং এনডিআরএফ । সেখানে দিল্লির মেয়র ও স্থানীয় বিধায়কও রয়েছেন । প্রতি মিনিটে ঘটনার খবর নিচ্ছি। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ম্যাজিস্ট্রেটের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । এ ঘটনার জন্য যারাই দায়ী হন না কেন, তাঁদের ছাড় দেওয়া হবে না । ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মেয়র শৈলী ওবেরয় । মেয়র জানিয়েছেন, বেসমেন্টে জল ভরে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে । উদ্ধারের কাজ চলছে । এর জন্য দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

দিল্লির বিজেপি নেতা এবং ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর রাজেশ ভাটিয়া এই ঘটনায় গুরুতর অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির বিধায়ক দুর্গেশ পাঠকের বিরুদ্ধে । রাজেশ ভাটিয়ার অভিযোগ, তিনি ক্রমাগত ওই এলাকার জল জমার সমস্যার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন যাতে ভবিষ্যতে কোনও বড় দুর্ঘটনা না ঘটে ৷ কিন্তু তারও পরেও এ বিষয়ে কোনও নজর দেওয়া হয়নি ।

বিজেপি নেতা রাজেশ ভাটিয়া আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই বেসমেন্টে জলে ডুবে তিন-চারজন পড়ুয়ার মৃত্যু হয়েছে । বেসমেন্টে জমা জল বের করে উদ্ধারের কাজে ব্যস্ত সকলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.