ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম কার্তিক ঘড়ুই (45) ৷ বাড়ি পূর্ব বর্ধমানের গলসির খানো গ্রামে। এদিন খানো 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের 31 নম্বর বুথে কার্তিক ঘড়ুই ভোট দিতে যাচ্ছিলেন ৷ বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন ৷ ভোট দিতে বেরিয়ে রাস্তাতে আচমকাই তিনি পড়ে যান। এরপর পাড়া প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে সেখানে কার্তিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ তাঁর আত্মীয় উত্তম মাঝি বলেন, "তিনি অসুস্থ ছিলেন। আমরা বাড়ি থেকে তাঁকে ভোট দিতে যেতে বারণও করেছিলাম। কিন্তু উনি কথা শোনেননি।" স্থানীয় বিজেপি নেতা রিন্টু রায়ের দাবি, মৃত কার্তিক ঘড়ুই বিজেপির সমর্থক ছিলেন।
ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু, প্রচণ্ড গরমই কারণ; দাবি পরিবারের
Published : May 25, 2024, 5:25 PM IST
ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম কার্তিক ঘড়ুই (45) ৷ বাড়ি পূর্ব বর্ধমানের গলসির খানো গ্রামে। এদিন খানো 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের 31 নম্বর বুথে কার্তিক ঘড়ুই ভোট দিতে যাচ্ছিলেন ৷ বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন ৷ ভোট দিতে বেরিয়ে রাস্তাতে আচমকাই তিনি পড়ে যান। এরপর পাড়া প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে সেখানে কার্তিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ তাঁর আত্মীয় উত্তম মাঝি বলেন, "তিনি অসুস্থ ছিলেন। আমরা বাড়ি থেকে তাঁকে ভোট দিতে যেতে বারণও করেছিলাম। কিন্তু উনি কথা শোনেননি।" স্থানীয় বিজেপি নেতা রিন্টু রায়ের দাবি, মৃত কার্তিক ঘড়ুই বিজেপির সমর্থক ছিলেন।