হাওড়া, 17 নভেম্বর: হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বিধায়কের গাড়ি ৷ তবে সেই গাড়িতে বিধায়ক ছিলেন না ৷ এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন তিনজন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত একটা নাগাদ হাওড়ার ফোরশোর রোডের অবনী মলের কাছে এই পথদুর্ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের ৷ পুলিশ জানিয়েছে, কলকাতার ওয়াটগঞ্জের এক বাসিন্দা হাওড়ার বাঁকড়া এলাকায় একটি নতুন বাড়ি করেছেন । সেই বাড়িতে পুজোর অনুষ্ঠান শেষে নিজের আত্মীয়-স্বজনকে ছাড়তে জিটি রোড পিলখানার উদ্দেশে যাচ্ছিলেন দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ির চালক ৷ বিধায়কের গাড়ি নিয়ে যাওয়ার সময় তিনি অবনী মলের কাছে এলে একটি ট্রেলার সজোরে সেই গাড়ির পেছনে ধাক্কা মারে ৷ তার ফলে দুমড়ে মুচড়ে ট্রেলারের মধ্যেই আটকে যায় গাড়িটি ৷
ওই গাড়িতে থাকা মোট পাঁচজনের মধ্যে দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার চালক মহম্মদ মোস্তাক খান বিধায়কের গাড়িটি নিয়ে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ তবে সেই গাড়িতে সেই সময় বিধায়ক ছিলেন না ৷
ভয়াবহ এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয় । খবর পরই ঘটনাস্থলে যান কর্মরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা । তাঁরা আহতদের হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান ও ক্রেনের সাহায্যে ট্রেলারের মধ্যে আটকে যাওয়ার গাড়িটিকে বের করে রাস্তা থেকে সরানো হয় । তারপরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় ।