কলকাতা হাইকোর্টের আদলে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় নব নির্মিত ছ'তলার জেলা আদালত ৷ মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই জেলা আদালতের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। জানা গিয়েছে, প্রায় 90 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন জেলা আদালতে রয়েছে 17টি কোর্টের কক্ষ ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। রয়েছে 7টি লিফট এবং পুরো আদালতেই রয়েছে এসি ও সিসি ক্যামেরা ৷ জেলা জজের আদালত থাকছে একটি ৷ অতিরিক্ত জেলা জজের আদালত থাকছে 5টি ৷ সিজেএম আদালত 1টি ৷ এসিজেএম 1টি, জেএম-এর 3টি আদালত, জুনিয়ার জজ সিভিল 2টি, সিনিয়ার জজ সিভিল 2টি, থাকছে সিবিআই ও কমার্শিয়াল আদালত।
তাকালে মনে হবে একেবারে যেন কলকাতা হাইকোর্ট...
Published : Aug 6, 2024, 7:12 PM IST
কলকাতা হাইকোর্টের আদলে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় নব নির্মিত ছ'তলার জেলা আদালত ৷ মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই জেলা আদালতের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। জানা গিয়েছে, প্রায় 90 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন জেলা আদালতে রয়েছে 17টি কোর্টের কক্ষ ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। রয়েছে 7টি লিফট এবং পুরো আদালতেই রয়েছে এসি ও সিসি ক্যামেরা ৷ জেলা জজের আদালত থাকছে একটি ৷ অতিরিক্ত জেলা জজের আদালত থাকছে 5টি ৷ সিজেএম আদালত 1টি ৷ এসিজেএম 1টি, জেএম-এর 3টি আদালত, জুনিয়ার জজ সিভিল 2টি, সিনিয়ার জজ সিভিল 2টি, থাকছে সিবিআই ও কমার্শিয়াল আদালত।