ETV Bharat / state

খেলার মাঠে আবার ফিরে আসার আর্জি অনুব্রত'র - ANUBRATA MONDAL

বোলপুর তথা জেলা বীরভূমের বাঙালি ছেলেমেয়েরা আর খেলাধুলোয় অংশ নিতে চাইছে না ৷ তাই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের খেলাধুলোয় ফিরতে উৎসাহিত করলেন অনুব্রত মণ্ডল ৷

TMC Leader Anubrata Mondal with Minister Chandranath Sinha
খেলার মঞ্চে মন্ত্রী চন্দ্রনাথ সিং ও অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 9:09 PM IST

বোলপুর, 9 নভেম্বর: তৃণমূলের 'খেলা হবে' স্লোগান সর্বজনবিদিত ৷ খেলার মাঠে ফিরে আসার আর্জি জানালেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ৷ রাজনীতি নয়, খেলার মাঠে খেলা ফিরুক ৷ শনিবার মাঠে এসে এই কথা জানালেন অনুব্রত ৷ কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষকে পাশে নিয়ে বীরভূম জেলায় 'খেলার উন্নয়নের' ডাক দিলেন তিনি ৷

এদিন, বোলপুর ডাকবাংলো মাঠে 'ওল্ড ইজ গোল্ড'-এর উদ্যোগে চল্লিশোর্ধ্ব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ৷ বীরভূমের পাশাপাশি রাজ্যের জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, হুগলি-সহ বিভিন্ন জেলা থেকে 16টি দল টুর্নামেন্ট অংশ নেয় ৷ প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকেও একটি এই প্রতিযোগিতায় খেলেছে ৷

খেলায় ফিরুক বোলপুরবাসী, আহ্বান অনুব্রতর (ইটিভি ভারত)

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অনুব্রত মণ্ডল ৷ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূল নেতা বোলপুর জেলায় বাস্কেট বল খেলার কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, "আমরা বাস্কেট বলে অনেক গেম করেছি, বহু জায়গায় গিয়েছি ৷ সব বোলপুরের ছেলেমেয়েদের নিয়ে ৷ এখন বাঙালিদের মধ্যে খেলাধুলো কমে গিয়েছে ৷ আদিবাসী ভাই-বোনেরা এই খেলাধুলোকে ধরে রেখেছে ৷ এই জন্য তাঁদের আমি অশেষ ধন্যবাদ জানাই ৷"

অনুব্রত আরও বলেন, "আমি চাইব, খেলাধুলোটা আবার জোর করে সবাই নামুক ৷ আমাদের বাড়ির ছেলেমেয়েরা কেউ খেলতে চাইছে না ৷ খেলা দরকার ৷ বোলপুর-বীরভূমে আবার খেলাটা ফিরে আসুক।"

এদিন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "খেলার মাঠের লোক আমরা ৷ খেলার মাঠে সব সময় ছিলাম, আবার এসেছি । আমরা চাই এভাবেই খেলাধুলো বীরভূমে ছড়িয়ে পড়ুক ৷ মাননীয়া মুখ্যমন্ত্রীও চান খেলাধুলোর প্রসার হোক ৷" এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিদ্যাসাগর সাউ, বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি সুদীপ্ত ঘোষ প্রমুখ ৷

বোলপুর, 9 নভেম্বর: তৃণমূলের 'খেলা হবে' স্লোগান সর্বজনবিদিত ৷ খেলার মাঠে ফিরে আসার আর্জি জানালেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ৷ রাজনীতি নয়, খেলার মাঠে খেলা ফিরুক ৷ শনিবার মাঠে এসে এই কথা জানালেন অনুব্রত ৷ কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষকে পাশে নিয়ে বীরভূম জেলায় 'খেলার উন্নয়নের' ডাক দিলেন তিনি ৷

এদিন, বোলপুর ডাকবাংলো মাঠে 'ওল্ড ইজ গোল্ড'-এর উদ্যোগে চল্লিশোর্ধ্ব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ৷ বীরভূমের পাশাপাশি রাজ্যের জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, হুগলি-সহ বিভিন্ন জেলা থেকে 16টি দল টুর্নামেন্ট অংশ নেয় ৷ প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকেও একটি এই প্রতিযোগিতায় খেলেছে ৷

খেলায় ফিরুক বোলপুরবাসী, আহ্বান অনুব্রতর (ইটিভি ভারত)

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অনুব্রত মণ্ডল ৷ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূল নেতা বোলপুর জেলায় বাস্কেট বল খেলার কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, "আমরা বাস্কেট বলে অনেক গেম করেছি, বহু জায়গায় গিয়েছি ৷ সব বোলপুরের ছেলেমেয়েদের নিয়ে ৷ এখন বাঙালিদের মধ্যে খেলাধুলো কমে গিয়েছে ৷ আদিবাসী ভাই-বোনেরা এই খেলাধুলোকে ধরে রেখেছে ৷ এই জন্য তাঁদের আমি অশেষ ধন্যবাদ জানাই ৷"

অনুব্রত আরও বলেন, "আমি চাইব, খেলাধুলোটা আবার জোর করে সবাই নামুক ৷ আমাদের বাড়ির ছেলেমেয়েরা কেউ খেলতে চাইছে না ৷ খেলা দরকার ৷ বোলপুর-বীরভূমে আবার খেলাটা ফিরে আসুক।"

এদিন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "খেলার মাঠের লোক আমরা ৷ খেলার মাঠে সব সময় ছিলাম, আবার এসেছি । আমরা চাই এভাবেই খেলাধুলো বীরভূমে ছড়িয়ে পড়ুক ৷ মাননীয়া মুখ্যমন্ত্রীও চান খেলাধুলোর প্রসার হোক ৷" এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিদ্যাসাগর সাউ, বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি সুদীপ্ত ঘোষ প্রমুখ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.