ETV Bharat / sports

দুর্ভেদ্য রক্ষণ ! ডার্বিতে মহমেডানকে রুখে দিল 9 জনের ইস্টবেঙ্গল

9 জনের ইস্টবেঙ্গল ৷ সেই দলকে গোল দিতে নাকানিচোবানি খেল আন্দ্রে চের্নিশভের ছেলেরা ৷

East Bengal Mohammedan SC Mini Derby
মহমেডানকে রুখে দিল 9 জনের ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 9, 2024, 9:31 PM IST

Updated : Nov 9, 2024, 9:56 PM IST

কলকাতা, 9 নভেম্বর: আধঘণ্টার মধ্যে দু’দুটো লাল কার্ড ৷ বাকি একঘণ্টা ন’জনে খেলল ইস্টবেঙ্গল । লাল-হলুদের এদিন দু’দুটো লাল কার্ড দেখার ব্যবধান মাত্র 36 সেকেন্ড । যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির আবহে এই ছবি গত 50 বছরে নেই । আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিংয়ের দ্বৈরথ শনিবারের সন্ধ্যায় তাই বিতর্কিত এবং স্মরণীয় ।

28 মিনিটে অমরজিৎ সিংকে ঘুষি মারেন নন্দকুমার । রেফারি হরিশ কুণ্ডু লাল কার্ড দেখান । পরের মিনিটেই সেন্টার সার্কেলে চতুর্থ রেফারির সামনে জলের বোতলে লাথি মারলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মহেশ । প্রাক্তনীরা বলছেন, একটি হলুদ কার্ড দেখে বসে থাকা খেলোয়াড়ের এহেন আচরণে তাঁকে অবিলম্বে কড়া শাস্তি কিংবা আর্থিক জরিমানা করা উচিৎ ৷ প্রথমার্ধে প্রতিপক্ষ 9 জনে খেলছে দেখেও মহমেডান স্পোর্টিং গোলের মুখ খুলতে পারেনি ।

এই ডার্বি দু'দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল । হাফডজন হারের পর ইস্টবেঙ্গল আইএসএলে পয়েন্টের খাতা খুললো ইস্টবেঙ্গল ৷ মহমেডানও চাইছিল টানা চার ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে । যদিও 9 জনের দলের বিরুদ্ধে গোলমুখ না-খুলতে পারা আরও লজ্জার ৷ ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, ‘‘রেফারিং নিয়ে চক্রান্ত চলছে আমাদের বিরুদ্ধে । ভালো রেফারিং হলে কী হয় তা এএফসিতে দেখা গিয়েছে ।’’ অন্যদিকে কামারউদ্দিন বলেন, ‘‘অস্কার ব্রুঁজোর স্ট্র্যাটেজির কাছে আটকে গেলাম । কোচ কী করবে । ফরোয়ার্ডদের ব্যর্থতা ।’’

আরও পড়ুন

কলকাতা, 9 নভেম্বর: আধঘণ্টার মধ্যে দু’দুটো লাল কার্ড ৷ বাকি একঘণ্টা ন’জনে খেলল ইস্টবেঙ্গল । লাল-হলুদের এদিন দু’দুটো লাল কার্ড দেখার ব্যবধান মাত্র 36 সেকেন্ড । যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির আবহে এই ছবি গত 50 বছরে নেই । আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিংয়ের দ্বৈরথ শনিবারের সন্ধ্যায় তাই বিতর্কিত এবং স্মরণীয় ।

28 মিনিটে অমরজিৎ সিংকে ঘুষি মারেন নন্দকুমার । রেফারি হরিশ কুণ্ডু লাল কার্ড দেখান । পরের মিনিটেই সেন্টার সার্কেলে চতুর্থ রেফারির সামনে জলের বোতলে লাথি মারলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মহেশ । প্রাক্তনীরা বলছেন, একটি হলুদ কার্ড দেখে বসে থাকা খেলোয়াড়ের এহেন আচরণে তাঁকে অবিলম্বে কড়া শাস্তি কিংবা আর্থিক জরিমানা করা উচিৎ ৷ প্রথমার্ধে প্রতিপক্ষ 9 জনে খেলছে দেখেও মহমেডান স্পোর্টিং গোলের মুখ খুলতে পারেনি ।

এই ডার্বি দু'দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল । হাফডজন হারের পর ইস্টবেঙ্গল আইএসএলে পয়েন্টের খাতা খুললো ইস্টবেঙ্গল ৷ মহমেডানও চাইছিল টানা চার ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে । যদিও 9 জনের দলের বিরুদ্ধে গোলমুখ না-খুলতে পারা আরও লজ্জার ৷ ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, ‘‘রেফারিং নিয়ে চক্রান্ত চলছে আমাদের বিরুদ্ধে । ভালো রেফারিং হলে কী হয় তা এএফসিতে দেখা গিয়েছে ।’’ অন্যদিকে কামারউদ্দিন বলেন, ‘‘অস্কার ব্রুঁজোর স্ট্র্যাটেজির কাছে আটকে গেলাম । কোচ কী করবে । ফরোয়ার্ডদের ব্যর্থতা ।’’

আরও পড়ুন

Last Updated : Nov 9, 2024, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.