ভাঙড়, 26 ডিসেম্বর: মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ্য সড়ক । মাটিবোঝাই ডাম্পারের অবাধ যাতায়াতে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট থেকে মিনাখাঁ এলাকা । বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময়ই লেগেই রয়েছে । তাই রাজ্য সড়কে মাটির গাড়ির অবাধ যাতায়াত নিয়ে সরব হয়েছেন খোদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা থেকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ।
শওকত ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষকও ৷ তিনি অবিলম্বে মাটি মাফিয়াদেরকে গ্রেফতার এবং গাড়ি বাজেয়াপ্ত করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন ৷ শওকত মোল্লা বলেন, "এখন কলকাতা পুলিশের অধীনে ভাঙড় ৷ তাই কলকাতা পুলিশের আধিকারিকদের ও ডিসি সাহেবকে আমি অনুরোধ করব, অবিলম্বে বৈআইনিভাবে মাটিবোঝাই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করার জন্য ৷ এর সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হোক ৷"
মাটি মাফিয়াদের দাপাদাপি নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, "পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে । যার ফলে অবাধে ভাঙড়ের বাসন্তী রাজ্য সড়কে শতাধিক মাটিবোঝাই ডাম্পার চলাচল করছে । ডিসি সাহেব দায়িত্বে নিয়ে কী পদক্ষেপ নেন সেটাই দেখব ৷"
অভিযোগ, মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে । বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে । কিছু প্রভাবশালী বাইরে থেকে মাটি এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ ।
উল্লেখ্য, বাসন্তী রাজ্য সড়কে প্রতিনিয়ত ছোটো বড় দুর্ঘটনা লেগেই আছে । তার উপর মাটির দাপাদাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে । বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় 1 নাম্বার ব্লকের জাগুলগাছি অঞ্চলের চণ্ডিপুর-সহ বেশকিছু এলাকায় কৃষি জমি ও ফিসারি থেকে মাটি কাটা হচ্ছে । সেই মাটি ডাম্পারে করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে ।
এলাকার বাসিন্দারা জানান, মাটিবোঝাই ডাম্পার বাসন্তী রাজ্য সড়ক ধরে ভাঙড় 1 ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে । প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কি না, তা তাঁদের অজানা । তবে অতীতে কখনও এভাবে ডাম্পার চলাচল করতে তাঁরা দেখেননি । প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটিবোঝাই ডাম্পার পারাপার হচ্ছে ।
স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে প্রশাসনের কোনও নজরদারি নেই । খোদ কলকাতা পুলিশ সামনে দিয়েই অবাধে চলছে মাটির গাড়ি । সম্প্রতি মাটি মাফিয়াদের দৌরাত্ম লাগামছাড়া পর্যায় পৌঁছেছে । শুধু রাতের অন্ধকার নয়, এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত 24 ঘণ্টা বলে অভিযোগ ।
পথচারী শহিদুল মোল্লার কথায়, "অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসন্তী হাইওয়ে রাস্তায় ৷ লেদার কমপ্লেক্স থেকে রাস্তায় কোন লাইটের ব্যবস্থাও নেই ৷ যার ফলে অবাধে বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে । বৃষ্টি হলেই পিচ্ছিল কাদার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ।"
প্রশাসন সূত্রে খবর, ভাঙড় কলকাতা পুলিশের অধীনে আসার পর এই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছে প্রায় 50টি ৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । আবারও যদি এই বাসন্তী হাইওয়েতে এই মাটি ভর্তি ডাম্পার চলাচল করে, তবে রাস্তাতে মাটি পড়ে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারীরা । যে ডাম্পারগুলি বাসন্তী হাইওয়েতে চলছে তার বেশ কয়েকটি গাড়ির ইন্সুরেন্স, ফিটনেস, পলিউশন, সবই ফেল বলে জানা যাচ্ছে ৷ তারপরেও কীভাবে বাসন্তী হাইওয়েতে চলছে ওই গাড়িগুলি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।
এই বিষয়ে বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, "রাজ্য সড়কে মাটির গাড়ি চলাচল বিপদজনক ৷ অবিলম্বে এই গাড়ি বন্ধ হওয়া উচিত । পুলিশ জেনেশুনে এগুলো বন্ধ করছে না ৷ তৃণমূলের মদতে সব হচ্ছে ৷ কারণ তৃণমূলের অঙ্গুলি হেলন ছাড়া এটা সম্ভব না ৷"