ETV Bharat / state

ভাঙড়ে রাতে রাজ‍্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ডাম্পার, সরব শওকত থেকে নওশাদ - SOIL SMUGGLING

মাটিবোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন পথচারীরা ৷ অবিলম্বে মাটি মাফিয়াদেরকে গ্রেফতার করার অনুরোধ শওকত মোল্লার ৷ নওশাদ সিদ্দিকী কাঠগড়ায় তুললেন পুলিশ প্রশাসনকে ৷

Soil Smuggling
ভাঙড় রাজ‍্য সড়কে মাটি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 12 hours ago

ভাঙড়, 26 ডিসেম্বর: মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ‍্য সড়ক । মাটিবোঝাই ডাম্পারের অবাধ যাতায়াতে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে বাসন্তী রাজ‍্য সড়কের ভোজেরহাট থেকে মিনাখাঁ এলাকা । বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময়ই লেগেই রয়েছে । তাই রাজ‍্য সড়কে মাটির গাড়ির অবাধ যাতায়াত নিয়ে সরব হয়েছেন খোদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা থেকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ।

শওকত ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষকও ৷ তিনি অবিলম্বে মাটি মাফিয়াদেরকে গ্রেফতার এবং গাড়ি বাজেয়াপ্ত করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন ৷ শওকত মোল্লা বলেন, "এখন কলকাতা পুলিশের অধীনে ভাঙড় ৷ তাই কলকাতা পুলিশের আধিকারিকদের ও ডিসি সাহেবকে আমি অনুরোধ করব, অবিলম্বে বৈআইনিভাবে মাটিবোঝাই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করার জন্য ৷ এর সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হোক ৷"

মাটি বোঝাই ডাম্পারের চলাচল নিয়ে সরব বিধায়করা (ইটিভি ভারত)

মাটি মাফিয়াদের দাপাদাপি নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, "পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে । যার ফলে অবাধে ভাঙড়ের বাসন্তী রাজ‍্য সড়কে শতাধিক মাটিবোঝাই ডাম্পার চলাচল করছে । ডিসি সাহেব দায়িত্বে নিয়ে কী পদক্ষেপ নেন সেটাই দেখব ৷"

অভিযোগ, মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে । বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে । কিছু প্রভাবশালী বাইরে থেকে মাটি এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ ।

উল্লেখ্য, বাসন্তী রাজ‍্য সড়কে প্রতিনিয়ত ছোটো বড় দুর্ঘটনা লেগেই আছে । তার উপর মাটির দাপাদাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে । বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় 1 নাম্বার ব্লকের জাগুলগাছি অঞ্চলের চণ্ডিপুর-সহ বেশকিছু এলাকায় কৃষি জমি ও ফিসারি থেকে মাটি কাটা হচ্ছে । সেই মাটি ডাম্পারে করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে ।

Soil Smuggling
মাটি বোঝাই ডাম্পার (নিজস্ব ছবি)

এলাকার বাসিন্দারা জানান, মাটিবোঝাই ডাম্পার বাসন্তী রাজ‍্য সড়ক ধরে ভাঙড় 1 ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে । প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কি না, তা তাঁদের অজানা । তবে অতীতে কখনও এভাবে ডাম্পার চলাচল করতে তাঁরা দেখেননি । প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটিবোঝাই ডাম্পার পারাপার হচ্ছে ।

স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে প্রশাসনের কোনও নজরদারি নেই । খোদ কলকাতা পুলিশ সামনে দিয়েই অবাধে চলছে মাটির গাড়ি । সম্প্রতি মাটি মাফিয়াদের দৌরাত্ম লাগামছাড়া পর্যায় পৌঁছেছে । শুধু রাতের অন্ধকার নয়, এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত 24 ঘণ্টা বলে অভিযোগ ।

পথচারী শহিদুল মোল্লার কথায়, "অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসন্তী হাইওয়ে রাস্তায় ৷ লেদার কমপ্লেক্স থেকে রাস্তায় কোন লাইটের ব্যবস্থাও নেই ৷ যার ফলে অবাধে বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে । বৃষ্টি হলেই পিচ্ছিল কাদার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ।"

road accident in Bhangar
মাটি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে আতঙ্ক ভাঙড়ে (নিজস্ব ছবি)

প্রশাসন সূত্রে খবর, ভাঙড় কলকাতা পুলিশের অধীনে আসার পর এই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছে প্রায় 50টি ৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । আবারও যদি এই বাসন্তী হাইওয়েতে এই মাটি ভর্তি ডাম্পার চলাচল করে, তবে রাস্তাতে মাটি পড়ে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারীরা । যে ডাম্পারগুলি বাসন্তী হাইওয়েতে চলছে তার বেশ কয়েকটি গাড়ির ইন্সুরেন্স, ফিটনেস, পলিউশন, সবই ফেল বলে জানা যাচ্ছে ৷ তারপরেও কীভাবে বাসন্তী হাইওয়েতে চলছে ওই গাড়িগুলি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

এই বিষয়ে বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, "রাজ‍্য সড়কে মাটির গাড়ি চলাচল বিপদজনক ৷ অবিলম্বে এই গাড়ি বন্ধ হওয়া উচিত । পুলিশ জেনেশুনে এগুলো বন্ধ করছে না ৷ তৃণমূলের মদতে সব হচ্ছে ৷ কারণ তৃণমূলের অঙ্গুলি হেলন ছাড়া এটা সম্ভব না ৷"

ভাঙড়, 26 ডিসেম্বর: মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ‍্য সড়ক । মাটিবোঝাই ডাম্পারের অবাধ যাতায়াতে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে বাসন্তী রাজ‍্য সড়কের ভোজেরহাট থেকে মিনাখাঁ এলাকা । বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময়ই লেগেই রয়েছে । তাই রাজ‍্য সড়কে মাটির গাড়ির অবাধ যাতায়াত নিয়ে সরব হয়েছেন খোদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা থেকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ।

শওকত ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষকও ৷ তিনি অবিলম্বে মাটি মাফিয়াদেরকে গ্রেফতার এবং গাড়ি বাজেয়াপ্ত করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন ৷ শওকত মোল্লা বলেন, "এখন কলকাতা পুলিশের অধীনে ভাঙড় ৷ তাই কলকাতা পুলিশের আধিকারিকদের ও ডিসি সাহেবকে আমি অনুরোধ করব, অবিলম্বে বৈআইনিভাবে মাটিবোঝাই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করার জন্য ৷ এর সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হোক ৷"

মাটি বোঝাই ডাম্পারের চলাচল নিয়ে সরব বিধায়করা (ইটিভি ভারত)

মাটি মাফিয়াদের দাপাদাপি নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, "পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে । যার ফলে অবাধে ভাঙড়ের বাসন্তী রাজ‍্য সড়কে শতাধিক মাটিবোঝাই ডাম্পার চলাচল করছে । ডিসি সাহেব দায়িত্বে নিয়ে কী পদক্ষেপ নেন সেটাই দেখব ৷"

অভিযোগ, মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে । বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে । কিছু প্রভাবশালী বাইরে থেকে মাটি এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ ।

উল্লেখ্য, বাসন্তী রাজ‍্য সড়কে প্রতিনিয়ত ছোটো বড় দুর্ঘটনা লেগেই আছে । তার উপর মাটির দাপাদাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে । বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় 1 নাম্বার ব্লকের জাগুলগাছি অঞ্চলের চণ্ডিপুর-সহ বেশকিছু এলাকায় কৃষি জমি ও ফিসারি থেকে মাটি কাটা হচ্ছে । সেই মাটি ডাম্পারে করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে ।

Soil Smuggling
মাটি বোঝাই ডাম্পার (নিজস্ব ছবি)

এলাকার বাসিন্দারা জানান, মাটিবোঝাই ডাম্পার বাসন্তী রাজ‍্য সড়ক ধরে ভাঙড় 1 ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে । প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কি না, তা তাঁদের অজানা । তবে অতীতে কখনও এভাবে ডাম্পার চলাচল করতে তাঁরা দেখেননি । প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটিবোঝাই ডাম্পার পারাপার হচ্ছে ।

স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে প্রশাসনের কোনও নজরদারি নেই । খোদ কলকাতা পুলিশ সামনে দিয়েই অবাধে চলছে মাটির গাড়ি । সম্প্রতি মাটি মাফিয়াদের দৌরাত্ম লাগামছাড়া পর্যায় পৌঁছেছে । শুধু রাতের অন্ধকার নয়, এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত 24 ঘণ্টা বলে অভিযোগ ।

পথচারী শহিদুল মোল্লার কথায়, "অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসন্তী হাইওয়ে রাস্তায় ৷ লেদার কমপ্লেক্স থেকে রাস্তায় কোন লাইটের ব্যবস্থাও নেই ৷ যার ফলে অবাধে বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে । বৃষ্টি হলেই পিচ্ছিল কাদার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ।"

road accident in Bhangar
মাটি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে আতঙ্ক ভাঙড়ে (নিজস্ব ছবি)

প্রশাসন সূত্রে খবর, ভাঙড় কলকাতা পুলিশের অধীনে আসার পর এই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছে প্রায় 50টি ৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । আবারও যদি এই বাসন্তী হাইওয়েতে এই মাটি ভর্তি ডাম্পার চলাচল করে, তবে রাস্তাতে মাটি পড়ে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারীরা । যে ডাম্পারগুলি বাসন্তী হাইওয়েতে চলছে তার বেশ কয়েকটি গাড়ির ইন্সুরেন্স, ফিটনেস, পলিউশন, সবই ফেল বলে জানা যাচ্ছে ৷ তারপরেও কীভাবে বাসন্তী হাইওয়েতে চলছে ওই গাড়িগুলি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

এই বিষয়ে বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, "রাজ‍্য সড়কে মাটির গাড়ি চলাচল বিপদজনক ৷ অবিলম্বে এই গাড়ি বন্ধ হওয়া উচিত । পুলিশ জেনেশুনে এগুলো বন্ধ করছে না ৷ তৃণমূলের মদতে সব হচ্ছে ৷ কারণ তৃণমূলের অঙ্গুলি হেলন ছাড়া এটা সম্ভব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.