ETV Bharat / entertainment

মুখোমুখি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী-সিনে দুনিয়ার তারকা, সমস্যার সমাধান মিলবে? - TELUGU FILM BODY VS CHIEF MINISTER

তেলেঙ্গনা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনোদন জগতের বেশ কিছু তারকা ৷ কথা হতে পারে আল্লু অর্জুন-সহ আরও একাধিক বিষয়ে ৷

TELUGU FILM BODY VS CHIEF MINISTER
মুখোমুখি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী-সিনে দুনিয়ার তারকা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 13 hours ago

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: সন্ধ্যা হলের ঘটনাকে কেন্দ্র করে শাসক বনাম আল্লু অর্জুনের দ্বন্দ্ব চরমে ৷ টিনসেল টাউনের তারকাদের সঙ্গে শাসক শিবিরের টানাপোড়েনে নিষ্পত্তি আনতে তেলেঙ্গনা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ৷ বৃহস্পতিবার তেলেঙ্গানা সরকার এবং তেলেগু চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ।

সন্ধ্যা হলে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় সম্প্রতি গ্রেফতার হন দক্ষিণী তারকা আল্লু অর্জুন ৷ এই ঘটনার পর বিতর্কের জল গড়িয়েছে অনেকটা ৷ তেলেঙ্গনা স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের (FDC) চেয়ারম্যান ও প্রযোজক দিল রাজু সমস্যা সমাধানে হস্তক্ষেপ করেছেন ৷ বুধবার তিনি জানিয়েছেন, তেলুগু ফিল্ম জগতের কিছু প্রতিনিধি দেখ করবেন মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডির সঙ্গে ৷ সরকার ও সিনে জগতের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য এই বৈঠক বলে জানানো হয়েছে ৷

কিছুদিন আগেই সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি বক্তব্য রাখেন যে, ভবিষ্যতে সরকার সেই সব সিনেমার টিকিট মূল্য বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করতে পারে যার প্রেক্ষাপট হবে সিনেমার ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও মাদকবিরোধী বিষয় ৷ এই বক্তব্য সামনে আসার পর সরকারের সঙ্গে সিনে জগতের তারকাদের বৈঠক আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ কারণ, এর আগে 'পুষ্পা' টিম সরকারের কাছে আর্জি জানিয়েছিল টিকিটের মূল্য বাড়ানোর জন্য ৷ কথা মতো ছবির প্রিমিয়ারের টিকিট মূল্যও অতিরিক্ত করা হয়েছিল ৷

যদি মন্ত্রীর কথা গ্রাহ্য করা হয়, তাহলে হাই বাজেট সিনেমা যেমন রাম চরণের 'গেম চেঞ্জার', নন্দামুরী বালাকৃষ্ণার 'ডাকু মহারাজ' ও ভেঙ্কটেশের ছবি 'সংক্রান্তিকি বাস্তুনাম' সিনেমা প্রবল সমস্যার মুখে পড়বে ৷ জনপ্রিয় পরিচালক এস শঙ্কর বানাচ্ছেন 'গেমচেঞ্জার' ৷ ছবিটি প্রযোজনা করছেন দিল রাজু ৷ জানা গিয়েছে, এই ছবির বাজেট প্রায় 400 কোটি টাকা ৷

যদিও তেলেঙ্গানা স্টেট ফিল্ম চেম্বার অফ কমার্স সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যে এটি রাজ্যে সিনেমার সুবিধা মতো শো পাওয়ার অনুমতি দেবে না ৷ টিকেটের দামের ক্ষেত্রেও ছবি বিশেষে পদক্ষেপ নেওয়া হবে ৷ বৃহস্পতিবারের বৈঠকের ক্ষেত্রে দিল রাজু জানিয়েছেন তিনি সরকার ও বিনোদন জগতের প্রতিনিধিদের মধ্যে সেতু বন্ধনের কাজ করছেন ৷ বেশ কিছু কংগ্রেস নেতা ইতিমধ্যেই সন্ধ্যা হলের ঘটনায় আল্লু অর্জুনের উপরেই দোষারোপ চাপিয়েছেন ৷

পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে অভিনেতা মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ৷ কারণ আল্লু সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছেন ৷ পাশাপাশি আল্লু জানান, সন্ধ্যা হলের ঘটনা দুঃখজনক ৷ সেটা একটা অ্যাক্সিডেন্ট ৷ তাতে অভিনেতার কোনও ভূমিকা ছিল না বলে জানান আল্লু ৷

এরপর 13 তারিখ গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে ৷ তেলেঙ্গনা হাইকোর্টে তিনি অন্তর্বর্তী জামিন পান ৷ তবে এক রাত জেলে কাটানোর পর 14 তারিখ সকালে তিনি জেল থেকে মুক্তি পান ৷ এখন দেখার, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে সমস্যার কোনও সমাধান মেলে কি না ৷

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: সন্ধ্যা হলের ঘটনাকে কেন্দ্র করে শাসক বনাম আল্লু অর্জুনের দ্বন্দ্ব চরমে ৷ টিনসেল টাউনের তারকাদের সঙ্গে শাসক শিবিরের টানাপোড়েনে নিষ্পত্তি আনতে তেলেঙ্গনা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ৷ বৃহস্পতিবার তেলেঙ্গানা সরকার এবং তেলেগু চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ।

সন্ধ্যা হলে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় সম্প্রতি গ্রেফতার হন দক্ষিণী তারকা আল্লু অর্জুন ৷ এই ঘটনার পর বিতর্কের জল গড়িয়েছে অনেকটা ৷ তেলেঙ্গনা স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের (FDC) চেয়ারম্যান ও প্রযোজক দিল রাজু সমস্যা সমাধানে হস্তক্ষেপ করেছেন ৷ বুধবার তিনি জানিয়েছেন, তেলুগু ফিল্ম জগতের কিছু প্রতিনিধি দেখ করবেন মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডির সঙ্গে ৷ সরকার ও সিনে জগতের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য এই বৈঠক বলে জানানো হয়েছে ৷

কিছুদিন আগেই সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি বক্তব্য রাখেন যে, ভবিষ্যতে সরকার সেই সব সিনেমার টিকিট মূল্য বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করতে পারে যার প্রেক্ষাপট হবে সিনেমার ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও মাদকবিরোধী বিষয় ৷ এই বক্তব্য সামনে আসার পর সরকারের সঙ্গে সিনে জগতের তারকাদের বৈঠক আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ কারণ, এর আগে 'পুষ্পা' টিম সরকারের কাছে আর্জি জানিয়েছিল টিকিটের মূল্য বাড়ানোর জন্য ৷ কথা মতো ছবির প্রিমিয়ারের টিকিট মূল্যও অতিরিক্ত করা হয়েছিল ৷

যদি মন্ত্রীর কথা গ্রাহ্য করা হয়, তাহলে হাই বাজেট সিনেমা যেমন রাম চরণের 'গেম চেঞ্জার', নন্দামুরী বালাকৃষ্ণার 'ডাকু মহারাজ' ও ভেঙ্কটেশের ছবি 'সংক্রান্তিকি বাস্তুনাম' সিনেমা প্রবল সমস্যার মুখে পড়বে ৷ জনপ্রিয় পরিচালক এস শঙ্কর বানাচ্ছেন 'গেমচেঞ্জার' ৷ ছবিটি প্রযোজনা করছেন দিল রাজু ৷ জানা গিয়েছে, এই ছবির বাজেট প্রায় 400 কোটি টাকা ৷

যদিও তেলেঙ্গানা স্টেট ফিল্ম চেম্বার অফ কমার্স সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যে এটি রাজ্যে সিনেমার সুবিধা মতো শো পাওয়ার অনুমতি দেবে না ৷ টিকেটের দামের ক্ষেত্রেও ছবি বিশেষে পদক্ষেপ নেওয়া হবে ৷ বৃহস্পতিবারের বৈঠকের ক্ষেত্রে দিল রাজু জানিয়েছেন তিনি সরকার ও বিনোদন জগতের প্রতিনিধিদের মধ্যে সেতু বন্ধনের কাজ করছেন ৷ বেশ কিছু কংগ্রেস নেতা ইতিমধ্যেই সন্ধ্যা হলের ঘটনায় আল্লু অর্জুনের উপরেই দোষারোপ চাপিয়েছেন ৷

পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে অভিনেতা মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ৷ কারণ আল্লু সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছেন ৷ পাশাপাশি আল্লু জানান, সন্ধ্যা হলের ঘটনা দুঃখজনক ৷ সেটা একটা অ্যাক্সিডেন্ট ৷ তাতে অভিনেতার কোনও ভূমিকা ছিল না বলে জানান আল্লু ৷

এরপর 13 তারিখ গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে ৷ তেলেঙ্গনা হাইকোর্টে তিনি অন্তর্বর্তী জামিন পান ৷ তবে এক রাত জেলে কাটানোর পর 14 তারিখ সকালে তিনি জেল থেকে মুক্তি পান ৷ এখন দেখার, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে সমস্যার কোনও সমাধান মেলে কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.