হায়দরাবাদ, 26 ডিসেম্বর: সন্ধ্যা হলের ঘটনাকে কেন্দ্র করে শাসক বনাম আল্লু অর্জুনের দ্বন্দ্ব চরমে ৷ টিনসেল টাউনের তারকাদের সঙ্গে শাসক শিবিরের টানাপোড়েনে নিষ্পত্তি আনতে তেলেঙ্গনা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ৷ বৃহস্পতিবার তেলেঙ্গানা সরকার এবং তেলেগু চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ।
সন্ধ্যা হলে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় সম্প্রতি গ্রেফতার হন দক্ষিণী তারকা আল্লু অর্জুন ৷ এই ঘটনার পর বিতর্কের জল গড়িয়েছে অনেকটা ৷ তেলেঙ্গনা স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের (FDC) চেয়ারম্যান ও প্রযোজক দিল রাজু সমস্যা সমাধানে হস্তক্ষেপ করেছেন ৷ বুধবার তিনি জানিয়েছেন, তেলুগু ফিল্ম জগতের কিছু প্রতিনিধি দেখ করবেন মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডির সঙ্গে ৷ সরকার ও সিনে জগতের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য এই বৈঠক বলে জানানো হয়েছে ৷
Film producers Suresh Baby, KL Narayana, Damodhar, BVSN Prasad, Chinna Babu, Sudhakar Reddy; Film directors Kortala Siva, Anil Ravipudi, K Raghavendra Rao, Prashanth Varma; Artists Nagarjuna, Shiva Balaji, Venkatesh and others are among those meeting Telangana CM Revanth Reddy at…
— ANI (@ANI) December 26, 2024
কিছুদিন আগেই সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি বক্তব্য রাখেন যে, ভবিষ্যতে সরকার সেই সব সিনেমার টিকিট মূল্য বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করতে পারে যার প্রেক্ষাপট হবে সিনেমার ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও মাদকবিরোধী বিষয় ৷ এই বক্তব্য সামনে আসার পর সরকারের সঙ্গে সিনে জগতের তারকাদের বৈঠক আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ কারণ, এর আগে 'পুষ্পা' টিম সরকারের কাছে আর্জি জানিয়েছিল টিকিটের মূল্য বাড়ানোর জন্য ৷ কথা মতো ছবির প্রিমিয়ারের টিকিট মূল্যও অতিরিক্ত করা হয়েছিল ৷
যদি মন্ত্রীর কথা গ্রাহ্য করা হয়, তাহলে হাই বাজেট সিনেমা যেমন রাম চরণের 'গেম চেঞ্জার', নন্দামুরী বালাকৃষ্ণার 'ডাকু মহারাজ' ও ভেঙ্কটেশের ছবি 'সংক্রান্তিকি বাস্তুনাম' সিনেমা প্রবল সমস্যার মুখে পড়বে ৷ জনপ্রিয় পরিচালক এস শঙ্কর বানাচ্ছেন 'গেমচেঞ্জার' ৷ ছবিটি প্রযোজনা করছেন দিল রাজু ৷ জানা গিয়েছে, এই ছবির বাজেট প্রায় 400 কোটি টাকা ৷
যদিও তেলেঙ্গানা স্টেট ফিল্ম চেম্বার অফ কমার্স সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যে এটি রাজ্যে সিনেমার সুবিধা মতো শো পাওয়ার অনুমতি দেবে না ৷ টিকেটের দামের ক্ষেত্রেও ছবি বিশেষে পদক্ষেপ নেওয়া হবে ৷ বৃহস্পতিবারের বৈঠকের ক্ষেত্রে দিল রাজু জানিয়েছেন তিনি সরকার ও বিনোদন জগতের প্রতিনিধিদের মধ্যে সেতু বন্ধনের কাজ করছেন ৷ বেশ কিছু কংগ্রেস নেতা ইতিমধ্যেই সন্ধ্যা হলের ঘটনায় আল্লু অর্জুনের উপরেই দোষারোপ চাপিয়েছেন ৷
পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে অভিনেতা মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ৷ কারণ আল্লু সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছেন ৷ পাশাপাশি আল্লু জানান, সন্ধ্যা হলের ঘটনা দুঃখজনক ৷ সেটা একটা অ্যাক্সিডেন্ট ৷ তাতে অভিনেতার কোনও ভূমিকা ছিল না বলে জানান আল্লু ৷
এরপর 13 তারিখ গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে ৷ তেলেঙ্গনা হাইকোর্টে তিনি অন্তর্বর্তী জামিন পান ৷ তবে এক রাত জেলে কাটানোর পর 14 তারিখ সকালে তিনি জেল থেকে মুক্তি পান ৷ এখন দেখার, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে সমস্যার কোনও সমাধান মেলে কি না ৷