ETV Bharat / entertainment

পাপারাৎজিদের 'ফ্লাইং কিস' রাহার, কেমন কাটল রণবীর-দীপিকার মেয়ে দুয়ার ক্রিসমাস ? - DUA FIRST CHRISTMAS

মেয়ে দুয়াকে সঙ্গে নিয়ে অন্যরকম ক্রিসমাস উদযাপন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ৷ কেমন কাটল বিশেষ দিন, ছবি শেয়ার দীপিকার ৷

DUA FIRST CHRISTMAS
কেমন কাটল রণবীর-দীপিকার মেয়ে দুয়ার ক্রিসমাস ? (ফাইল ছবি)
author img

By ANI

Published : 14 hours ago

মুম্বই, 26 ডিসেম্বর: চলতি বছর ক্রিসমাসে পাপারাৎজিদের সামনে 'হাই ম্যান' বলে চমকে দিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা ৷ কীভাবে উদযাপন হল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়ার ক্রিসমাস, সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খুদের তারকা বাবা-মা ৷

8 সেপ্টেম্বর দীপিকা-রণবীরের জীবনে প্রবেশ ঘটে দুয়ার ৷ এখন বয়স মাত্র চার মাস ৷ তাতে ক্ষতি কি? মেয়ের প্রথম ক্রিসমাস বলে কথা, তাই আনন্দ উদযাপনে কোনও রকম খামতি রাখতে নারাজ সদ্য বাবা-মা হওয়া রণবীর ও দীপিকা ৷ ফলে ফেস্টিভ সিজনে তাঁরাও মশগুল মেয়ে দুয়ার সঙ্গে উৎসবে মেতে উঠতে ৷ 25 ডিসেম্বর সোশাল মিডিয়ায় দীপিকা একটি ছবি শেয়ার করেন ৷ পরিবার ও সদ্যোজাতর সঙ্গে কীভাবে ক্রিসমাস পালন করেছেন, তারই ঝলক ফুটে ওঠে সেই ছবিতে ৷

ছবিতে দেখা গিয়েছে, ঘরের মধ্যে সাজানো সুন্দর একটা ক্রিসমাস ট্রি ৷ সেখানে ঝোলানো হয়েছে তিনটি বেলুনের মতো বাবল ৷ যেখানে লেখা পরিবারের সদস্যের নাম ৷ একটায় লেখা রণবীর, একটায় দীপিকা আর অন্য়টায় লেখা দুয়া ৷ ক্যাপশনে দীপিকা বেশি কিছু লেখেননি ৷ ইভিল আই ও রেড হার্ট ইমোজি ব্যবহার করেন ৷ শুধু লেখেন, "আমার হৃদয় পরিপূর্ণ ৷"

কিছুদিন আগেই বিটাউনের পাপারাৎজিদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটান 'বাজিরাও মস্তানি' তারকা ৷ আনুষ্ঠানিকভাবে আলোকচিত্র গ্রহণকারীদের সঙ্গে পরিচয় হয় খুদে দুয়া পাড়ুকোন সিং-য়ের ৷ যদিও প্রথমেই বলে দেওয়া হয়েছিল দুয়ার ছবি নেওয়া যাবে না ৷ ফলে দীপিকা-রণবীর ফ্রেমবন্দি হলেও 'লিটল ওয়ান' দুয়াকে সামনে থেকে দেখেই শান্ত থাকতে হয়েছে পাপারাৎজিদের ৷

এর আগে রণবীর-দীপিকা মেয়ের নাম প্রকাশ করেন খুদের পায়ের ছবি দিয়ে ৷ দিওয়ালি উপলক্ষ্যে মেয়ের নাম সামনে আনেন তাঁরা ৷ ক্যাপশনে দীপিকা লিখেছিলেন, "দুয়া: মানে প্রার্থনা ৷ কারণ সে আমাদের প্রার্থনার উত্তর ৷ আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ ৷" এই খবরে যথারীতি উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা ৷ নবজাতককে ভরিয়ে দেয় শুভেচ্ছা ও অভিনন্দনে ৷

2018 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর ৷ 2024 সালের 8 তারিখ বাবা-মা হিসাবে শুরু করেন জীবনের নতুন অধ্য়ায় ৷ কাজের দিক থেকে দেখলে, দীপিকা-রণবীরকে দেখা গিয়েছে রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন' ছবিতে ৷ 'লেডি সিংঘম' হিসাবে দীপিকা নজর কাড়েন ৷ অন্য়দিকে, রণবীরকে দেখা যায় সিম্বা চরিত্রেই ৷ এই মুহূর্তে কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন সদ্য মা হওয়া দীপিকা ৷ তবে রণবীর ব্যস্থ হতে চলেছেন নতুন প্রোজেক্ট আদিত্য ধর ও ফারহান আখতারের 'ডন 3' ছবি নিয়ে ৷

মুম্বই, 26 ডিসেম্বর: চলতি বছর ক্রিসমাসে পাপারাৎজিদের সামনে 'হাই ম্যান' বলে চমকে দিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা ৷ কীভাবে উদযাপন হল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়ার ক্রিসমাস, সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খুদের তারকা বাবা-মা ৷

8 সেপ্টেম্বর দীপিকা-রণবীরের জীবনে প্রবেশ ঘটে দুয়ার ৷ এখন বয়স মাত্র চার মাস ৷ তাতে ক্ষতি কি? মেয়ের প্রথম ক্রিসমাস বলে কথা, তাই আনন্দ উদযাপনে কোনও রকম খামতি রাখতে নারাজ সদ্য বাবা-মা হওয়া রণবীর ও দীপিকা ৷ ফলে ফেস্টিভ সিজনে তাঁরাও মশগুল মেয়ে দুয়ার সঙ্গে উৎসবে মেতে উঠতে ৷ 25 ডিসেম্বর সোশাল মিডিয়ায় দীপিকা একটি ছবি শেয়ার করেন ৷ পরিবার ও সদ্যোজাতর সঙ্গে কীভাবে ক্রিসমাস পালন করেছেন, তারই ঝলক ফুটে ওঠে সেই ছবিতে ৷

ছবিতে দেখা গিয়েছে, ঘরের মধ্যে সাজানো সুন্দর একটা ক্রিসমাস ট্রি ৷ সেখানে ঝোলানো হয়েছে তিনটি বেলুনের মতো বাবল ৷ যেখানে লেখা পরিবারের সদস্যের নাম ৷ একটায় লেখা রণবীর, একটায় দীপিকা আর অন্য়টায় লেখা দুয়া ৷ ক্যাপশনে দীপিকা বেশি কিছু লেখেননি ৷ ইভিল আই ও রেড হার্ট ইমোজি ব্যবহার করেন ৷ শুধু লেখেন, "আমার হৃদয় পরিপূর্ণ ৷"

কিছুদিন আগেই বিটাউনের পাপারাৎজিদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটান 'বাজিরাও মস্তানি' তারকা ৷ আনুষ্ঠানিকভাবে আলোকচিত্র গ্রহণকারীদের সঙ্গে পরিচয় হয় খুদে দুয়া পাড়ুকোন সিং-য়ের ৷ যদিও প্রথমেই বলে দেওয়া হয়েছিল দুয়ার ছবি নেওয়া যাবে না ৷ ফলে দীপিকা-রণবীর ফ্রেমবন্দি হলেও 'লিটল ওয়ান' দুয়াকে সামনে থেকে দেখেই শান্ত থাকতে হয়েছে পাপারাৎজিদের ৷

এর আগে রণবীর-দীপিকা মেয়ের নাম প্রকাশ করেন খুদের পায়ের ছবি দিয়ে ৷ দিওয়ালি উপলক্ষ্যে মেয়ের নাম সামনে আনেন তাঁরা ৷ ক্যাপশনে দীপিকা লিখেছিলেন, "দুয়া: মানে প্রার্থনা ৷ কারণ সে আমাদের প্রার্থনার উত্তর ৷ আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ ৷" এই খবরে যথারীতি উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা ৷ নবজাতককে ভরিয়ে দেয় শুভেচ্ছা ও অভিনন্দনে ৷

2018 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর ৷ 2024 সালের 8 তারিখ বাবা-মা হিসাবে শুরু করেন জীবনের নতুন অধ্য়ায় ৷ কাজের দিক থেকে দেখলে, দীপিকা-রণবীরকে দেখা গিয়েছে রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন' ছবিতে ৷ 'লেডি সিংঘম' হিসাবে দীপিকা নজর কাড়েন ৷ অন্য়দিকে, রণবীরকে দেখা যায় সিম্বা চরিত্রেই ৷ এই মুহূর্তে কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন সদ্য মা হওয়া দীপিকা ৷ তবে রণবীর ব্যস্থ হতে চলেছেন নতুন প্রোজেক্ট আদিত্য ধর ও ফারহান আখতারের 'ডন 3' ছবি নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.