কলকাতা, 9 নভেম্বর: বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বারবার ধাক্কা খাচ্ছে ৷ শনিবার রাজপথে নাগরিক মিছিলে এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকরা । ন্যায়বিচারের দাবিতে এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলেরও ডাক দেওয়া হয়েছিল । তাতে পা মিলিয়েছিলেন সাধারণ মানুষের পাশাপাশি বিদ্বজনেরাও ৷
জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘‘সবাই ভাবছেন আমাদের আন্দোলনের ঝাঁঝ কমছে । কিন্তু ঝাঁঝ যে কমেনি, সেটা সিবিআই-রাজ্য সরকার সবার মাথায় যেন থাকে । বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বারবার ধাক্কা খাচ্ছে ।’’
অন্যদিকে রেফারেল ব্যবস্থা চালু হলেও সেখানে রোগী হয়রানি চোখে পড়ছে । দেবাশিস বলেন, ‘‘চোখে ধুলো পড়ানোর মত রেফারেল ব্যবস্থা চালু হয়েছে । আমরা যা বলেছিলাম তার কিছুই হয়নি । আমাদের ধারণা আমাদের দাবিগুলি তাড়াতাড়ি করে ধামাচাপা দেওয়া চেষ্টা চলছে ।’’
জুনিয়র চিকিৎসকদের ডাকা এই নাগরিক মিছিলে পা মেলান অভিনেত্রী দেবলীনা দত্ত, চৈতী ঘোষাল, জয়দীপ কুণ্ডু । এছাড়াও ছিলেন শিক্ষাবিদ মীরাতুন নাহার । তিনি বলেন, ‘‘আমি অবাক হচ্ছি রাজ্যের প্রধানের ভূমিকা দেখে । আমি বিচার নিয়ে উৎকণ্ঠায় নেই । কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হত্যা হল কেন ? এর দায় নিতে হবে রাজ্যের প্রধানকে । সেই জন্যই আমার মিছিলে হাঁটা ।’’
এদিন দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে কলেজ স্ট্রিটে । 8 অগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হতে হয়েছিল এক চিকিৎসক-পড়ুয়া । যাঁর দেহ উদ্ধার হয়েছিল পরদিন অর্থাৎ 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে । তারপর থেকেই ওই নারকীয় হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের ।