ETV Bharat / state

দায় নিতে হবে রাজ্যের প্রধানকে ! প্রতিবাদী মিছিলে 'জনগর্জন'

বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, তা বারবার ধাক্কা খাচ্ছে ৷ নাগরিক মিছিলে এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকরা ।

junior doctors protest rally
গর্জে উঠল প্রতিবাদী মিছিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 9:15 PM IST

কলকাতা, 9 নভেম্বর: বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বারবার ধাক্কা খাচ্ছে ৷ শনিবার রাজপথে নাগরিক মিছিলে এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকরা । ন্যায়বিচারের দাবিতে এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলেরও ডাক দেওয়া হয়েছিল । তাতে পা মিলিয়েছিলেন সাধারণ মানুষের পাশাপাশি বিদ্বজনেরাও ৷

জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘‘সবাই ভাবছেন আমাদের আন্দোলনের ঝাঁঝ কমছে । কিন্তু ঝাঁঝ যে কমেনি, সেটা সিবিআই-রাজ্য সরকার সবার মাথায় যেন থাকে । বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বারবার ধাক্কা খাচ্ছে ।’’

জুুনিয়র ডাক্তারদের ডাকা মিছিল (ইটিভি ভারত)

অন্যদিকে রেফারেল ব্যবস্থা চালু হলেও সেখানে রোগী হয়রানি চোখে পড়ছে । দেবাশিস বলেন, ‘‘চোখে ধুলো পড়ানোর মত রেফারেল ব্যবস্থা চালু হয়েছে । আমরা যা বলেছিলাম তার কিছুই হয়নি । আমাদের ধারণা আমাদের দাবিগুলি তাড়াতাড়ি করে ধামাচাপা দেওয়া চেষ্টা চলছে ।’’

junior doctors protest rally
পা মিলিয়েছিলেন সাধারণ মানুষের পাশাপাশি বিদ্বজনেরাও (ইটিভি ভারত)

জুনিয়র চিকিৎসকদের ডাকা এই নাগরিক মিছিলে পা মেলান অভিনেত্রী দেবলীনা দত্ত, চৈতী ঘোষাল, জয়দীপ কুণ্ডু । এছাড়াও ছিলেন শিক্ষাবিদ মীরাতুন নাহার । তিনি বলেন, ‘‘আমি অবাক হচ্ছি রাজ্যের প্রধানের ভূমিকা দেখে । আমি বিচার নিয়ে উৎকণ্ঠায় নেই । কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হত্যা হল কেন ? এর দায় নিতে হবে রাজ্যের প্রধানকে । সেই জন্যই আমার মিছিলে হাঁটা ।’’

junior doctors protest rally
ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের (ইটিভি ভারত)

এদিন দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে কলেজ স্ট্রিটে । 8 অগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হতে হয়েছিল এক চিকিৎসক-পড়ুয়া । যাঁর দেহ উদ্ধার হয়েছিল পরদিন অর্থাৎ 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে । তারপর থেকেই ওই নারকীয় হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের ।

আরও পড়ুন

কলকাতা, 9 নভেম্বর: বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বারবার ধাক্কা খাচ্ছে ৷ শনিবার রাজপথে নাগরিক মিছিলে এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকরা । ন্যায়বিচারের দাবিতে এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলেরও ডাক দেওয়া হয়েছিল । তাতে পা মিলিয়েছিলেন সাধারণ মানুষের পাশাপাশি বিদ্বজনেরাও ৷

জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘‘সবাই ভাবছেন আমাদের আন্দোলনের ঝাঁঝ কমছে । কিন্তু ঝাঁঝ যে কমেনি, সেটা সিবিআই-রাজ্য সরকার সবার মাথায় যেন থাকে । বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বারবার ধাক্কা খাচ্ছে ।’’

জুুনিয়র ডাক্তারদের ডাকা মিছিল (ইটিভি ভারত)

অন্যদিকে রেফারেল ব্যবস্থা চালু হলেও সেখানে রোগী হয়রানি চোখে পড়ছে । দেবাশিস বলেন, ‘‘চোখে ধুলো পড়ানোর মত রেফারেল ব্যবস্থা চালু হয়েছে । আমরা যা বলেছিলাম তার কিছুই হয়নি । আমাদের ধারণা আমাদের দাবিগুলি তাড়াতাড়ি করে ধামাচাপা দেওয়া চেষ্টা চলছে ।’’

junior doctors protest rally
পা মিলিয়েছিলেন সাধারণ মানুষের পাশাপাশি বিদ্বজনেরাও (ইটিভি ভারত)

জুনিয়র চিকিৎসকদের ডাকা এই নাগরিক মিছিলে পা মেলান অভিনেত্রী দেবলীনা দত্ত, চৈতী ঘোষাল, জয়দীপ কুণ্ডু । এছাড়াও ছিলেন শিক্ষাবিদ মীরাতুন নাহার । তিনি বলেন, ‘‘আমি অবাক হচ্ছি রাজ্যের প্রধানের ভূমিকা দেখে । আমি বিচার নিয়ে উৎকণ্ঠায় নেই । কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হত্যা হল কেন ? এর দায় নিতে হবে রাজ্যের প্রধানকে । সেই জন্যই আমার মিছিলে হাঁটা ।’’

junior doctors protest rally
ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের (ইটিভি ভারত)

এদিন দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে কলেজ স্ট্রিটে । 8 অগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হতে হয়েছিল এক চিকিৎসক-পড়ুয়া । যাঁর দেহ উদ্ধার হয়েছিল পরদিন অর্থাৎ 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে । তারপর থেকেই ওই নারকীয় হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.