ETV Bharat / snippets

জয়পুরের হাওয়া মহল এবার জঙ্গলমহলে

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 8:50 PM IST

Jaipur Hawa Mahal in Durga Puja 2024
জয়পুরের হাওয়া মহল (ইটিভি ভারত)

জয়পুরের হাওয়া মহল এবার দেখা যাবে জঙ্গলমহলের ঝাড়গ্রামে ৷ বুধবার সকালে ঝাড়গ্রামের ঘোড়াধরায় ঝাড়গ্রাম পূর্বাশা পুজো কমিটির দুর্গাপুজোর খুঁটিপুজো হয় ৷ জানা গিয়েছে, এই বছর তাদের দুর্গাপুজো 42তম বর্ষে পদার্পণ করছে । এ’বছর পুজোর থিম জয়পুরের হাওয়া মহল ৷ উদ্যোক্তারা জানিয়েছেন, বাজেট 18 লক্ষ টাকা । গত বছর ঝাড়গ্রাম পূর্বাশা ভ্যাটিকান সিটি তৈরি করে নজর কেড়েছিল । এ’বছরও প্রতিবছরের মতো সাবেকিয়ানার তৈরি করা হবে প্রতিমা ৷ পুজোর উদ্যোক্তা ঘনশ্যাম সিংহ বলেন, ‘‘জয়পুরের হাওয়া মহলের আদলে তৈরি হচ্ছে আমাদের মণ্ডপ ৷ পাঁচতলা বিল্ডিং তৈরি করা হবে ৷ যা সম্পূর্ণ জয়পুরের হাওয়া মহলকে তুলে ধরবে ৷’’

জয়পুরের হাওয়া মহল এবার দেখা যাবে জঙ্গলমহলের ঝাড়গ্রামে ৷ বুধবার সকালে ঝাড়গ্রামের ঘোড়াধরায় ঝাড়গ্রাম পূর্বাশা পুজো কমিটির দুর্গাপুজোর খুঁটিপুজো হয় ৷ জানা গিয়েছে, এই বছর তাদের দুর্গাপুজো 42তম বর্ষে পদার্পণ করছে । এ’বছর পুজোর থিম জয়পুরের হাওয়া মহল ৷ উদ্যোক্তারা জানিয়েছেন, বাজেট 18 লক্ষ টাকা । গত বছর ঝাড়গ্রাম পূর্বাশা ভ্যাটিকান সিটি তৈরি করে নজর কেড়েছিল । এ’বছরও প্রতিবছরের মতো সাবেকিয়ানার তৈরি করা হবে প্রতিমা ৷ পুজোর উদ্যোক্তা ঘনশ্যাম সিংহ বলেন, ‘‘জয়পুরের হাওয়া মহলের আদলে তৈরি হচ্ছে আমাদের মণ্ডপ ৷ পাঁচতলা বিল্ডিং তৈরি করা হবে ৷ যা সম্পূর্ণ জয়পুরের হাওয়া মহলকে তুলে ধরবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.