Tikiapara Carshed: বর্ষাকালে হাওড়ার টিকিয়াপাড়া-সহ কয়েকটি স্থানে রেলের লাইনে জল জমে থাকে । ফলে নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হয় ৷ শনিবার পূর্ব রেলে জানিয়েছে টিকিয়াপাড়াতে রেল লাইন জলে ডুবলে তার দায়িত্ব রেলের নয় । অতি ঘিঞ্জি শহরের জল ঢুকে পড়ে রেললাইন ও সংলগ্ন এলাকায় । রেল লাইনে জমে থাকা জল পাম্প করে বের করা হয় ৷ তবে সংলগ্ন বসতি অঞ্চলে নিকাশি সমস্যার কারণে জল জমা বন্ধ হচ্ছে না ৷ তবে আগের থেকে পরিস্থিতি ভালো হয়েছে বলে রেলের দাবি ৷ জল জমা বন্ধ করতে যে প্রশাসনকেই উদ্য়োগ নিতে হবে, সেটাও ওই প্রেস বার্তায় বুঝিয়ে দিয়েছে রেল ৷
টিকিয়াপাড়া কারশেডে জল জমার দায় রেলের নয়, প্রেস বার্তায় জানাল পূর্ব রেল
Published : Aug 31, 2024, 6:08 PM IST
Tikiapara Carshed: বর্ষাকালে হাওড়ার টিকিয়াপাড়া-সহ কয়েকটি স্থানে রেলের লাইনে জল জমে থাকে । ফলে নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হয় ৷ শনিবার পূর্ব রেলে জানিয়েছে টিকিয়াপাড়াতে রেল লাইন জলে ডুবলে তার দায়িত্ব রেলের নয় । অতি ঘিঞ্জি শহরের জল ঢুকে পড়ে রেললাইন ও সংলগ্ন এলাকায় । রেল লাইনে জমে থাকা জল পাম্প করে বের করা হয় ৷ তবে সংলগ্ন বসতি অঞ্চলে নিকাশি সমস্যার কারণে জল জমা বন্ধ হচ্ছে না ৷ তবে আগের থেকে পরিস্থিতি ভালো হয়েছে বলে রেলের দাবি ৷ জল জমা বন্ধ করতে যে প্রশাসনকেই উদ্য়োগ নিতে হবে, সেটাও ওই প্রেস বার্তায় বুঝিয়ে দিয়েছে রেল ৷