নয়াদিল্লি, 11 নভেম্বর: 'তুঝসে নারাজ নেহি জিন্দেগী...হ্যায়রান হু ম্যাঁয়...' গানটা কানে এলে আজও দর্শকরা স্মৃতির ভাঁড়ারে ঢুঁ মারেন ৷ 1983 সালে মুক্তি পাওয়া শাবানা আজমি ও নাসিরুদ্দিন শাহ অভিনীত কাল্ট সিনেমা 'মাসুম' ৷ 41 বছর পর তা আবারও আসছে সিনেপর্দায় ৷
পরিচালক শেখর কাপুর জানিয়েছেন, পুরনো জুটিকে পর্দায় ফের একবার ফিরিয়ে আনতে প্রস্তুত তিনি ৷ আসছে 'মাসুম 2'৷ শাবানা-নাসিরের সঙ্গে এবার যোগ দেবেন অভিনেতা মনোজ বাজপেয়ী ও পরিচালক শেখরের মেয়ে কাবেরী ৷ এর আগে 1994 সালে 'বান্ডিত কুইন' ছবিতে শেখর কাপুরের সঙ্গে কাজ করেছিলেন মনোজ ৷
সোমবার এই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন পরিচালক ৷ নয়াদিল্লিতে 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কার্টেন রেইজার অনুষ্ঠানে ছবির কথা ঘোষণা করেছেন শেখর কাপুর ৷ তিনি বলেন, "আমি মাসুম 2 ছবির শুটিং শুরু করব 2025 সালের ফেব্রুয়ারি-মার্চে ৷ ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে ৷ আমি গতকাল দুবাই থেকে ফিরেছি ৷ আমি বিমানের সিটে মাসুম 2 ছবির চিত্রনাট্য ফেলে এসেছিলাম ৷"
পরিচালক এরপর বলতে থাকেন, "আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম ৷ তবে সেই চিত্রনাট্য আমার কাছে ফিরে এসেছে ৷ এক বিমানসেবিকা সেটি উদ্ধার করেন ৷ তারপর তিনি একটি নোট আমার জন্য লেখেন ৷ বলেন, মাসুম খুব ভালো একটা সিনেমা ৷ এটাও ভালো হওয়া উচিত ৷ যে চিত্রনাট্য হারিয়ে ফেলার পরেও ফিরে পাই তার মানে কিছু একটা বিষয় তো রয়েছে ৷ এই সিনেমার স্টোরিলাইন একদম আলাদা হবে ৷ তবে ছবির সেই মূল্য আগের মতোই বজায় থাকবে ৷"
পাশাপাশি, সাংবাদিক সম্মেলনে, কাপুর, মাসুম ছবি পুনরায় মুক্তি নিয়েও কথা বলেছেন ৷ এই ছবিতে শাবানা-নাসিরের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়েন তনুজা, সুপ্রিয়া পাঠক ও সায়িদ জাফরি ৷ ছবির চিত্রনাট্যে তুলে ধরা হয় এক অন্যরকম সম্পর্কের গল্প ৷
যেখানে স্ত্রী জানতে পারেন স্বামীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা এবং তাঁদের সন্তানের কথা ৷ সেই সন্তান বাবার পরিচয় খুঁজতে থাকে যে চরিত্রে অভিনয় করে তাক লাগান যুগল হংসরাজ ৷ পাশাপাশি, আরাধনা ও উর্মিলা মাতন্ডকারকে দেখা গিয়েছে শিশুশিল্পী হিসাবে ৷ পাশাপাশি গুলজারের লেখা ও আরজি বর্মনের সুরে সিনেমার প্রতিটা গান ম্যাজিক তৈরি করে দর্শক মনে ৷