বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে এলাকায় কোটি টাকার বেশি সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের 102তম ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি ঘোজাডাঙায় ঘটনাটি ঘটে ৷ উদ্ধার হয় 1.4 কেজি সোনা ৷ যার বাজারমূল্য 1.12 কোটি টাকা ৷ ধরা হয় একজনকে ৷ একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বাংলাদেশের দিক থেকে এই পাচারের চেষ্টা চলছিল বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে ৷ জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান, ব্যবসায় ক্ষতির জেরে তিনি ঋণের ফাঁদে পড়েছেন ৷ সেই ঋণের ফাঁদ থেকে বের হওয়ার জন্য তিনি সোনা পাচারের কাজে জড়িয়ে পড়েছেন ৷
বাংলাদেশ থেকে প্রায় দেড় কেজি সোনা পাচারের চেষ্টা বানচাল বিএসএফের, ধৃত অভিযুক্ত
Published : Oct 25, 2024, 2:30 PM IST
বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে এলাকায় কোটি টাকার বেশি সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের 102তম ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি ঘোজাডাঙায় ঘটনাটি ঘটে ৷ উদ্ধার হয় 1.4 কেজি সোনা ৷ যার বাজারমূল্য 1.12 কোটি টাকা ৷ ধরা হয় একজনকে ৷ একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বাংলাদেশের দিক থেকে এই পাচারের চেষ্টা চলছিল বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে ৷ জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান, ব্যবসায় ক্ষতির জেরে তিনি ঋণের ফাঁদে পড়েছেন ৷ সেই ঋণের ফাঁদ থেকে বের হওয়ার জন্য তিনি সোনা পাচারের কাজে জড়িয়ে পড়েছেন ৷