ETV Bharat / snippets

চোরাচালানের বিরুদ্ধে বড় সাফল্য বিএসএফের, স্কুটির চেসিস থেকে উদ্ধার আটটি সোনার বিস্কুট

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 8:09 PM IST

Gold Recovered
স্কুটির চেসিস থেকে উদ্ধার আটটি সোনার বিস্কুট (নিজস্ব ছবি)

Gold Recovered: ফের চোরাচালানকে ব্যর্থ করে দিল বিএসএফ ৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করলেন জওয়ানেরা ৷ স্কুটির চেসিসের ভিতর রাখা ছিল ওই সোনার বিস্কুটগুলি । যার আনুমানিক বাজার মূল্য 71 লক্ষ 16 হাজার 44 টাকা ৷ এই ঘটনায় এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ । ধৃত ব্যক্তির নাম তন্ময় মণ্ডল ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 11টা 55 মিনিট নাগাদ উত্তর 24 পরগনার স্বরূপনগরের তেরালি এলাকায় । ধৃতকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএসএফ জওয়ানেরা ৷ পাশাপাশি বাজেয়াপ্ত সামগ্রী তেঁতুলিয়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে ।

Gold Recovered: ফের চোরাচালানকে ব্যর্থ করে দিল বিএসএফ ৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করলেন জওয়ানেরা ৷ স্কুটির চেসিসের ভিতর রাখা ছিল ওই সোনার বিস্কুটগুলি । যার আনুমানিক বাজার মূল্য 71 লক্ষ 16 হাজার 44 টাকা ৷ এই ঘটনায় এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ । ধৃত ব্যক্তির নাম তন্ময় মণ্ডল ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 11টা 55 মিনিট নাগাদ উত্তর 24 পরগনার স্বরূপনগরের তেরালি এলাকায় । ধৃতকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএসএফ জওয়ানেরা ৷ পাশাপাশি বাজেয়াপ্ত সামগ্রী তেঁতুলিয়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.