ETV Bharat / sports

রোহিতদের সমান আর্থিক পুরস্কার, মহিলা টি-20 বিশ্বকাপ নিয়ে বড় ঘোষণা আইসিসি'র - ICC WOMENS T20 WORLD CUP - ICC WOMENS T20 WORLD CUP

WOMENS T20 WORLD CUP PRIZE MONEY: ক্রিকেটের মত খেলায় নারী-পুরুষ ভেদাভেদ দূর করতে বড়সড় পদক্ষেপ আইসিসি'র ৷ পুরুষদের সমপরিমাণ অর্থই পাবে টি-20 বিশ্বকাপ জয়ী মহিলা দল ৷ এক ঘোষণায় জানাল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ অঙ্কটা কত?

WOMENS T20 WORLD CUP PRIZE MONEY
বিশ্বকাপের পুরস্কারমূল্য নিয়ে বড় ঘোষণা (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 17, 2024, 6:16 PM IST

দুবাই, 17 সেপ্টেম্বর: টি-20 বিশ্বকাপে জিতে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল যে পরিমাণ আর্থিক পুরস্কার পেয়েছে, সমপরিমাণ আর্থিক পুরস্কার পাবে এবার বিশ্বকাপ জয়ী মহিলা দলও ৷ মঙ্গলবার এক বড় ঘোষণায় জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷

অর্থাৎ, আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ী দল পাবে 2.34 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার ৷ যা গতবারের তুলনায় 134 শতাংশ বেশি ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 20 কোটি টাকা ৷ গতবছর দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-20 বিশ্বকাপ জিতে 1 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার জিতেছিল অস্ট্রেলিয়া ৷

মেজর টিম স্পোর্টস হিসেবে একমাত্র ক্রিকেটে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই সমপরিমাণ আর্থিক পুরস্কার চালুর লক্ষ্যে আইসিসি'র এই পদক্ষেপ নিঃসন্দেহে দৃষ্টান্ত ৷ আইসিসি এক বিবৃতিতে এদিন বলেছে, "2023 সালের জুলাইয়ে আইসিসি'র বার্ষিক কনফারেন্সে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ৷ কিন্তু 2030 সালে নির্ধারিত সময়ের সাত বছর আগেই পরিকল্পনার বাস্তবায়ন করল আইসিসি বোর্ড ৷"

চ্যাম্পিয়নের পাশাপাশি রানার্স দল পাবে 1.17 মিলিয়ন মার্কিন ডলার ৷ যা ভারতীয় মুদ্রায় 10 কোটি টাকার কাছাকাছি ৷ দুই সেমিফাইনালিস্টের ঝুলিতে যাবে 6 লক্ষ 75 হাজার মার্কিন ডলার করে ৷ সবমিলিয়ে টি-20 বিশ্বকাপের পুরস্কার মূল্য গতবারের তুলনায় 225 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

প্রাথমিকভাবে 2024 মহিলাদের টি-20 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না ৷ সেদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে মহিলাদের টি-20 বিশ্বকাপ আইসিসি স্থানান্তরিত করেছে আমিরশাহীতে ৷ যা শুরু হচ্ছে আগামী 3 অক্টোবর ৷ প্রতিযোগিতার ফাইনাল 20 অক্টোবর ৷

দুবাই, 17 সেপ্টেম্বর: টি-20 বিশ্বকাপে জিতে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল যে পরিমাণ আর্থিক পুরস্কার পেয়েছে, সমপরিমাণ আর্থিক পুরস্কার পাবে এবার বিশ্বকাপ জয়ী মহিলা দলও ৷ মঙ্গলবার এক বড় ঘোষণায় জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷

অর্থাৎ, আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ী দল পাবে 2.34 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার ৷ যা গতবারের তুলনায় 134 শতাংশ বেশি ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 20 কোটি টাকা ৷ গতবছর দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-20 বিশ্বকাপ জিতে 1 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার জিতেছিল অস্ট্রেলিয়া ৷

মেজর টিম স্পোর্টস হিসেবে একমাত্র ক্রিকেটে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই সমপরিমাণ আর্থিক পুরস্কার চালুর লক্ষ্যে আইসিসি'র এই পদক্ষেপ নিঃসন্দেহে দৃষ্টান্ত ৷ আইসিসি এক বিবৃতিতে এদিন বলেছে, "2023 সালের জুলাইয়ে আইসিসি'র বার্ষিক কনফারেন্সে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ৷ কিন্তু 2030 সালে নির্ধারিত সময়ের সাত বছর আগেই পরিকল্পনার বাস্তবায়ন করল আইসিসি বোর্ড ৷"

চ্যাম্পিয়নের পাশাপাশি রানার্স দল পাবে 1.17 মিলিয়ন মার্কিন ডলার ৷ যা ভারতীয় মুদ্রায় 10 কোটি টাকার কাছাকাছি ৷ দুই সেমিফাইনালিস্টের ঝুলিতে যাবে 6 লক্ষ 75 হাজার মার্কিন ডলার করে ৷ সবমিলিয়ে টি-20 বিশ্বকাপের পুরস্কার মূল্য গতবারের তুলনায় 225 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

প্রাথমিকভাবে 2024 মহিলাদের টি-20 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না ৷ সেদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে মহিলাদের টি-20 বিশ্বকাপ আইসিসি স্থানান্তরিত করেছে আমিরশাহীতে ৷ যা শুরু হচ্ছে আগামী 3 অক্টোবর ৷ প্রতিযোগিতার ফাইনাল 20 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.