ETV Bharat / snippets

ময়নাকাঠ পুজোর মধ্য দিয়ে বড়দেবীর পুজোর সূচনা হল কোচবিহারে

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 4:33 PM IST

মঙ্গলবার শ্রাবনের শুক্লা অষ্টমীতে ময়নাকাঠ পুজোর মধ্যদিয়ে রাজ আমলের 500 বছরের প্রাচীন বড় দেবীর পুজোর সূচনা হল। এদিন গুঞ্জবাড়ির ডাঙ্গরাই মন্দিরে ময়না কাঠের যুগচ্ছেদনের পর বিশেষ পুজোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হল। কোচবিহার দেবত্র ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, শুক্লা অষ্টমীতে ময়না গাছ কেটে নিয়ে আসা হয় ডাঙ্গরাই মন্দিরে। এদিন সন্ধ্যায় প্রথা মেনে এই ময়না কাঠ নিয়ে যাওয়া হবে মদনমোহন মন্দিরে। সেখানে একমাস বিশেষ পুজোর পর রাধা অষ্টমীতে সেই ময়না কাঠ বড় দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে 3 দিন হাওয়া খাওয়ানোর পর সেই ময়না কাঠের উপর বড় দেবীর প্রতিমা গড়ার কাজ শুরু হবে।

মঙ্গলবার শ্রাবনের শুক্লা অষ্টমীতে ময়নাকাঠ পুজোর মধ্যদিয়ে রাজ আমলের 500 বছরের প্রাচীন বড় দেবীর পুজোর সূচনা হল। এদিন গুঞ্জবাড়ির ডাঙ্গরাই মন্দিরে ময়না কাঠের যুগচ্ছেদনের পর বিশেষ পুজোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হল। কোচবিহার দেবত্র ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, শুক্লা অষ্টমীতে ময়না গাছ কেটে নিয়ে আসা হয় ডাঙ্গরাই মন্দিরে। এদিন সন্ধ্যায় প্রথা মেনে এই ময়না কাঠ নিয়ে যাওয়া হবে মদনমোহন মন্দিরে। সেখানে একমাস বিশেষ পুজোর পর রাধা অষ্টমীতে সেই ময়না কাঠ বড় দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে 3 দিন হাওয়া খাওয়ানোর পর সেই ময়না কাঠের উপর বড় দেবীর প্রতিমা গড়ার কাজ শুরু হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.