ETV Bharat / sports

টেস্ট ক্যাপ পাচ্ছেন নীতিশ! পারথে অধিনায়ক সম্ভবত বুমরাই - BORDER GAVASKAR TROPHY

পারথ টেস্টের দলে ভারতীয় দলে চমক ৷ রোহিত শর্মার বদলে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার ব্যাটন থাকছে জসপ্রীত বুমরার হাতেই ৷

FILE PIC
ফাইল ছবি (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 17, 2024, 6:47 PM IST

পারথ, 17 নভেম্বর: খুব বড়সড় রদবদল না-হলে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না ভারতীয় দল ৷ সেক্ষেত্রে পারথে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চলেছেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ দ্বিতীয় সন্তান জন্মের পর আরও কয়েকটাদিন পরিবারের সঙ্গে কাটাতে ইতিমধ্যেই নাকি বোর্ডের কাছে ছুটি চেয়ে নিয়েছেন রোহিত ৷ তবে প্রথম টেস্টে ভারতীয় একাদশে বড় একটা চমক অপেক্ষা করছে বলে রিপোর্টে প্রকাশ ৷

বিসিসিআই'য়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, "আমরা রোহিতকে পাওয়ার ব্য়াপারে আশাবাদী ছিলাম কিন্তু সে বোর্ডের কাছে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে ৷ অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবে সে ৷ দ্বিতীয় টেস্টের আগে ন'দিনের বিরতি রয়েছে ৷ তার আগে রোহিত নিজেকে প্রস্তুত করে ফেলবে ৷"

তবে সবকিছু ঠিক থাকলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে পারথে যে টেস্ট ক্য়াপ পাচ্ছেন নীতিশ কুমার রেড্ডি, সেটা একপ্রকার নিশ্চিত ৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ আকাশদীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণার মত পেস বোলিংয়ের বিকল্প থাকলেও স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার একমাত্র রেড্ডিই ৷ তাই পারথের পিচে অতিরিক্ত বাউন্সের কথা মাথায় রেখে রেড্ডিকে চতুর্থ সিমার হিসেবে ব্যবহার করতে চাইছে ভারতীয় দল ৷ অজিভূমে উড়ে যাওয়ার আগে স্কোয়াডে শার্দূল ঠাকুরের পরিবর্তে নীতিশ রেড্ডিকে বেছে নেওয়ার বিষয়টিতে আত্মপক্ষ সমর্থন করেছিলেন কোচ গৌতম গম্ভীর ৷ ফলত পারথে অন্ধ্র ক্রিকেটারকে টেস্ট ক্য়াপ পেতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

পাশাপাশি ভারতীয় দলের জন্য ভালো খবর কেএল রাহুলের অনুশীলনে প্রত্যাবর্তন ৷ শুক্রবার ইন্ট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি ৷ চোট যে গুরুতর নয়, জানা গিয়েছিল আগেই ৷ সেই খবরে সিলমোহর দিয়েই রবিবার চুটিয়ে অনুশীলন করেন দক্ষিণী ব্যাটার ৷ সূত্রের খবর, বিরাট কোহলি-ঋষভ পন্তরা রবিবার ওয়াকায় (WACA) অনুশীলন না-করেলও রাহুল প্রথমে সেন্টার উইকেটে একঘন্টা অনুশীলন সারেন ৷ এরপর ফের নেটে ফিরে যান ৷

আরও পড়ুন

পারথ, 17 নভেম্বর: খুব বড়সড় রদবদল না-হলে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না ভারতীয় দল ৷ সেক্ষেত্রে পারথে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চলেছেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ দ্বিতীয় সন্তান জন্মের পর আরও কয়েকটাদিন পরিবারের সঙ্গে কাটাতে ইতিমধ্যেই নাকি বোর্ডের কাছে ছুটি চেয়ে নিয়েছেন রোহিত ৷ তবে প্রথম টেস্টে ভারতীয় একাদশে বড় একটা চমক অপেক্ষা করছে বলে রিপোর্টে প্রকাশ ৷

বিসিসিআই'য়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, "আমরা রোহিতকে পাওয়ার ব্য়াপারে আশাবাদী ছিলাম কিন্তু সে বোর্ডের কাছে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে ৷ অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবে সে ৷ দ্বিতীয় টেস্টের আগে ন'দিনের বিরতি রয়েছে ৷ তার আগে রোহিত নিজেকে প্রস্তুত করে ফেলবে ৷"

তবে সবকিছু ঠিক থাকলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে পারথে যে টেস্ট ক্য়াপ পাচ্ছেন নীতিশ কুমার রেড্ডি, সেটা একপ্রকার নিশ্চিত ৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ আকাশদীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণার মত পেস বোলিংয়ের বিকল্প থাকলেও স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার একমাত্র রেড্ডিই ৷ তাই পারথের পিচে অতিরিক্ত বাউন্সের কথা মাথায় রেখে রেড্ডিকে চতুর্থ সিমার হিসেবে ব্যবহার করতে চাইছে ভারতীয় দল ৷ অজিভূমে উড়ে যাওয়ার আগে স্কোয়াডে শার্দূল ঠাকুরের পরিবর্তে নীতিশ রেড্ডিকে বেছে নেওয়ার বিষয়টিতে আত্মপক্ষ সমর্থন করেছিলেন কোচ গৌতম গম্ভীর ৷ ফলত পারথে অন্ধ্র ক্রিকেটারকে টেস্ট ক্য়াপ পেতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

পাশাপাশি ভারতীয় দলের জন্য ভালো খবর কেএল রাহুলের অনুশীলনে প্রত্যাবর্তন ৷ শুক্রবার ইন্ট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি ৷ চোট যে গুরুতর নয়, জানা গিয়েছিল আগেই ৷ সেই খবরে সিলমোহর দিয়েই রবিবার চুটিয়ে অনুশীলন করেন দক্ষিণী ব্যাটার ৷ সূত্রের খবর, বিরাট কোহলি-ঋষভ পন্তরা রবিবার ওয়াকায় (WACA) অনুশীলন না-করেলও রাহুল প্রথমে সেন্টার উইকেটে একঘন্টা অনুশীলন সারেন ৷ এরপর ফের নেটে ফিরে যান ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.