রক্তের সংকট দূর করতে হিরোশিমা দিবস উপলক্ষে প্রয়াত কমরেড প্রদীপ মৈত্রের স্মরণে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। ঝাড়গ্রাম শহরের রেল স্টেশন সংলগ্ন সিপিআই-এর শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে এআইএসএফ এবং এআইওয়াইএফ-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবির 30তম বর্ষে পদার্পণ করল। রক্তদান শিবিরে 50 জন রক্তদাতায় স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্যমাত্রা রয়েছে। এআইওয়াইএফ এর ঝাড়গ্রাম জেলার সম্পাদক প্রতীক মৈত্র বলেন, "হিরোশিমা দিবস উপলক্ষে এবং প্রয়াত কমরেড প্রদীপ মৈত্রের স্মরণে প্রতিবছর রক্তের সংকট দূরীকরণের জন্য আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
হিরোশিমা দিবস উপলক্ষে ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল রক্তদান শিবির
Published : Aug 6, 2024, 4:41 PM IST
রক্তের সংকট দূর করতে হিরোশিমা দিবস উপলক্ষে প্রয়াত কমরেড প্রদীপ মৈত্রের স্মরণে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। ঝাড়গ্রাম শহরের রেল স্টেশন সংলগ্ন সিপিআই-এর শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে এআইএসএফ এবং এআইওয়াইএফ-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবির 30তম বর্ষে পদার্পণ করল। রক্তদান শিবিরে 50 জন রক্তদাতায় স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্যমাত্রা রয়েছে। এআইওয়াইএফ এর ঝাড়গ্রাম জেলার সম্পাদক প্রতীক মৈত্র বলেন, "হিরোশিমা দিবস উপলক্ষে এবং প্রয়াত কমরেড প্রদীপ মৈত্রের স্মরণে প্রতিবছর রক্তের সংকট দূরীকরণের জন্য আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।