ETV Bharat / bharat

লোহায় মরচে, গলদ সংরক্ষণেও; তাজমহলের ছাদ চুঁইয়ে ঢুকছে জল - AGRA TAJ MAHAL

সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আগ্রাতে ৷ তারপরেই শাহজাহান এবং মমতাজের সমাধির ছাদ থেকে জল ঝরতে শুরু করে ।

Agra Taj Mahal
তাজমহলের মূল সমাধিতে জল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 9:32 AM IST

আগ্রা, 5 নভেম্বর: সেপ্টেম্বরে প্রবল বৃষ্টিতে ভেসেছিল আগ্রা ও আশেপাশের এলাকা ৷ তারপরেই তাজমহলের ছাদ চুঁইয়ে শুরু হয়েছে জল ঢোকা ৷ মূল সমাধিতে অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজের সমাধির কক্ষের ছাদ থেকে জল ঝরছে । আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) তাদের অত্যাধুনিক লিডার প্রযুক্তি দিয়ে কী কারণে ভেতরে জল ঢুকল তা খতিয়ে দেখেছে ।

দেখা গিয়েছে, তাজমহলের ছাদে চূড়ার জন্য ব্যবহৃত লোহার রডে মরচে ধরেছে এবং চুন ফুলে গিয়েছিল । এ কারণে সেখান থেকে চুন সরিয়ে নেওয়া হয় । তারপরেই তাজমহলের মূল সমাধিতে জল ঢুকে গিয়েছে । এখন এএসআই 2টি ধাপে ছাদ ও গম্বুজের কাজ করবে । এ জন্য শিগগিরই দরপত্র জারি করা হবে ।

কী হয়েছে ?

সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে । আগ্রাতেও টানা 4 দিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে । 12 সেপ্টেম্বর, তাজমহলের মূল সমাধিতে অবস্থিত শাহজাহান এবং মমতাজের সমাধির ছাদ থেকে জল ঝরতে শুরু করে । এএসআই কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন । মূল সমাধিতে জল পড়ার কারণ জানতে লিডার প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করা হয় ।

Agra Taj Mahal
তাজমহলের ছাদ চুঁইয়ে ঢুকছে জল (ইটিভি ভারত)

আরও পড়ুন:

এএসআই সংরক্ষণের কাজ করবে: তাজমহলের ছাদে অবস্থিত গেটের কাছাকাছি পৃষ্ঠটি খুব মসৃণ নয় । ব্রিটিশ আমলে তাজমহলের উপর সংরক্ষণের কাজ করা হয়েছিল । সেখান থেকে ভেতরে জল ঢুকে গিয়েছে । পাশাপাশি চুন তুলে ফেলার কারণে জল ঢুকতে শুরু করে । এএসআই সুপারিন্টেনডিং প্রত্নতত্ত্ববিদ ডঃ রাজকুমার প্যাটেল জানিয়েছেন, তাজমহলের মূল সমাধির ছাদ সংরক্ষণ করা হবে । পাশাপাশি দ্বিতীয় ধাপে কালাশ ও গম্বুজ সংরক্ষণের কাজ করা হবে ।

এই 2টি কারণে তাজমহলে জল ঝরছিল: তাজমহলের ছাদে লোহার রডের মরচে পড়ার কারণে চুন-মশলা সরানো হয়েছিল । তা থেকে জল পড়ছিল । ব্রিটিশ আমলে হওয়া সংরক্ষণ কাজে কিছু ত্রুটি ছিল ।

লিডার প্রযুক্তি কি ? লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (লিডার) একটি প্রযুক্তি যা রিমোট সেন্সিং । এতে পালস লেজার আকারে আলো ব্যবহার করা হয় । এতে জিপিএস ও স্ক্যানারও ব্যবহার করা হয়েছে । এই প্রযুক্তি ব্যবহার করে মেক্সিকোর প্রাচীন মায়া সভ্যতার সঙ্গে সম্পর্কিত একটি জায়গার তথ্য জানা গিয়েছে ।

আরও পড়ুন:

আগ্রা, 5 নভেম্বর: সেপ্টেম্বরে প্রবল বৃষ্টিতে ভেসেছিল আগ্রা ও আশেপাশের এলাকা ৷ তারপরেই তাজমহলের ছাদ চুঁইয়ে শুরু হয়েছে জল ঢোকা ৷ মূল সমাধিতে অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজের সমাধির কক্ষের ছাদ থেকে জল ঝরছে । আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) তাদের অত্যাধুনিক লিডার প্রযুক্তি দিয়ে কী কারণে ভেতরে জল ঢুকল তা খতিয়ে দেখেছে ।

দেখা গিয়েছে, তাজমহলের ছাদে চূড়ার জন্য ব্যবহৃত লোহার রডে মরচে ধরেছে এবং চুন ফুলে গিয়েছিল । এ কারণে সেখান থেকে চুন সরিয়ে নেওয়া হয় । তারপরেই তাজমহলের মূল সমাধিতে জল ঢুকে গিয়েছে । এখন এএসআই 2টি ধাপে ছাদ ও গম্বুজের কাজ করবে । এ জন্য শিগগিরই দরপত্র জারি করা হবে ।

কী হয়েছে ?

সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে । আগ্রাতেও টানা 4 দিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে । 12 সেপ্টেম্বর, তাজমহলের মূল সমাধিতে অবস্থিত শাহজাহান এবং মমতাজের সমাধির ছাদ থেকে জল ঝরতে শুরু করে । এএসআই কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন । মূল সমাধিতে জল পড়ার কারণ জানতে লিডার প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করা হয় ।

Agra Taj Mahal
তাজমহলের ছাদ চুঁইয়ে ঢুকছে জল (ইটিভি ভারত)

আরও পড়ুন:

এএসআই সংরক্ষণের কাজ করবে: তাজমহলের ছাদে অবস্থিত গেটের কাছাকাছি পৃষ্ঠটি খুব মসৃণ নয় । ব্রিটিশ আমলে তাজমহলের উপর সংরক্ষণের কাজ করা হয়েছিল । সেখান থেকে ভেতরে জল ঢুকে গিয়েছে । পাশাপাশি চুন তুলে ফেলার কারণে জল ঢুকতে শুরু করে । এএসআই সুপারিন্টেনডিং প্রত্নতত্ত্ববিদ ডঃ রাজকুমার প্যাটেল জানিয়েছেন, তাজমহলের মূল সমাধির ছাদ সংরক্ষণ করা হবে । পাশাপাশি দ্বিতীয় ধাপে কালাশ ও গম্বুজ সংরক্ষণের কাজ করা হবে ।

এই 2টি কারণে তাজমহলে জল ঝরছিল: তাজমহলের ছাদে লোহার রডের মরচে পড়ার কারণে চুন-মশলা সরানো হয়েছিল । তা থেকে জল পড়ছিল । ব্রিটিশ আমলে হওয়া সংরক্ষণ কাজে কিছু ত্রুটি ছিল ।

লিডার প্রযুক্তি কি ? লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (লিডার) একটি প্রযুক্তি যা রিমোট সেন্সিং । এতে পালস লেজার আকারে আলো ব্যবহার করা হয় । এতে জিপিএস ও স্ক্যানারও ব্যবহার করা হয়েছে । এই প্রযুক্তি ব্যবহার করে মেক্সিকোর প্রাচীন মায়া সভ্যতার সঙ্গে সম্পর্কিত একটি জায়গার তথ্য জানা গিয়েছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.