কলকাতা, 5 নভেম্বর: রাজ্যে এখনই শীতের দেখা পাওয়ার সম্ভাবনা কম ৷ বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া চলবে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ চলতি মাসের 25 তারিখের আগে শীতের পরশ পাওয়ার সম্ভানা নেই ৷
তবে বৃষ্টির সম্ভাবনাও কম। ঠান্ডা-গরমের মিশেলে এক মিশ্র আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বঙ্গে। হেমন্তের এই পর্বে এটাই স্বাভাবিক ৷ বলছে হাওয়া অফিস ৷ আজ অর্থাৎ মঙ্গলবার এবং আগামিকাল পারদ 2 থেকে 3 ডিগ্রি নামবে ৷ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী জেলাগুলোতে পারদ নেমে 23 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ এর থেকে তাপমাত্রার পারদ এখনই আর নামবে না।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি যদিও হয়, তাহলে তা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। 25 নভেম্বর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে ৷ ফলে শীতের সম্ভাবনা নভেম্বরের শেষে। সাগরে আরও একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত থাকলেও তা রাজ্যে কোনও প্রভাব ফেলবে না। কারণ সেটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কার ওপর দিয়ে যাবে।”
আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও ৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল। ভোরে কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট। কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকবে। দিনে গরম আর সূর্য ডুবলে ঠান্ডার হালকা অনুভূতি ভোরের আকাশে কুয়াশা থাকলেও তাতে শীতের আগমনী নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। সব মিলিয়ে ঠান্ডা-গরমের মিশেলে একটা শরীর খারাপ হওয়ার আবহাওয়া।
হাওয়া অফিস বলছে পূবালি হাওয়ার ঝঞ্ঝায় কিছু মেঘ ঢুকতে পারে বঙ্গের আকাশে। এর প্রভাবে মঙ্গল ও দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়া সাধারণ শুষ্ক থাকবে ৷
সোমবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 53 শতাংশ। বৃষ্টিপাত হয়নি।
পড়ুন: বজরংবলীর কৃপায় মঙ্গলে কোন কোন রাশির ভাগ্য খুলবে আজ? জানুন রাশিফলে