আরজি করের নির্যাতিতার স্মৃতিতে গাছ লাগানো হল জলপাইগুড়িতে। এনমনই অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি মিলন সংঘ। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিলন সংঘ ময়দানে একটি নিম গাছ লাগানো হয়। গাছ লাগানোর পর লোহার খাঁচা দিয়ে গাছটিকে ঘিরে দেওয়া হয় ৷ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা। সবাই আরজি করের এই ঘটনায় দোষীদের শাস্তি চাইছেন । সেখানেই গাছ লাগাল মিলন সংঘ । উল্লেখ্য এই মাঠেই হবে দুর্গাপুজো ।
আরজি করের নির্যাতিতার স্মৃতিতে লাগানো হল গাছ
Published : Sep 5, 2024, 10:10 PM IST
আরজি করের নির্যাতিতার স্মৃতিতে গাছ লাগানো হল জলপাইগুড়িতে। এনমনই অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি মিলন সংঘ। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিলন সংঘ ময়দানে একটি নিম গাছ লাগানো হয়। গাছ লাগানোর পর লোহার খাঁচা দিয়ে গাছটিকে ঘিরে দেওয়া হয় ৷ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা। সবাই আরজি করের এই ঘটনায় দোষীদের শাস্তি চাইছেন । সেখানেই গাছ লাগাল মিলন সংঘ । উল্লেখ্য এই মাঠেই হবে দুর্গাপুজো ।