ETV Bharat / entertainment

ভালোবাসার আলপথ ধরে হাঁটতে প্রস্তুত রুক্মিণী, রাখতে চান আদরে-যত্নে - RUKMINI MAITRA

অর্ণব মিদ্যার চিরন্তন ভালোবাসার গল্পে বাঁধা পড়লেন রুক্মিণী মৈত্র ৷ ভালবাসাময় চরিত্র নিয়ে পর্দায় আসছেন অভিনেত্রী ৷

RUKMINI MAITRA
ভালোবাসার আলপথ ধরে হাঁটতে প্রস্তুত রুক্মিণী (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 16, 2024, 10:07 AM IST

কলকাতা, 16 নভেম্বর: পরিচালক অর্ণব মিদ্যার ছবিতে এবার ধরা দেবেন রুক্মিণী মৈত্র। ছবির নাম 'হাঁটি হাঁটি পা পা'। সেলুলয়েডে একটি চিরন্তন প্রেমের গল্প বুনতে চলেছেন অর্ণব মিদ্যা। 'সেল্যুলয়েড ফিল্মস'-এর ব্যানারে 'মানবতা কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড'-এর সহ প্রযোজনায় আসবে এই ছবি।

হাঁটি হাঁটি পা পা এক চিরন্তন ভালোবাসার গল্প। তবে সে ভালোবাসা সমবয়সী নারী পুরুষের প্রেম নয়। বরং প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ব বোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালোবাসার কথা বলে 'হাঁটি হাঁটি পা পা'।

ছবির মুখ্য চরিত্রাভিনেত্রী রুক্মিণী মৈত্র বলেন, " 'হাঁটি হাঁটি পা পা’-র গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়। তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয় ৷ তাছাড়া অর্ণবের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে, সংবেদনশীল মানুষ ৷ আর আমাদের গল্পটা যেহেতু সম্পর্কের গল্প, আমার বিশ্বাস ছবিটা ও খুব ভাল বানাবে। ওর আগের ছবিগুলোও আমার ভালো লেগেছে। আশা করি একটা ভালো সিনেমা হতে চলেছে যা অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে।"

পরিচালক অর্ণব মিদ্যা বলেন, "এই ছবির গল্প, চিত্রনাট্য নিয়ে আমরা দীর্ঘ দিন ধরেই কাজ করে চলেছি। গল্পটা আসলে রুক্মিণীকে ভেবেই লেখা। একটা সম্পর্কের গল্পে যেমন হাসি-কান্না, ভালোলাগা-ভালোবাসা থাকে, এই গল্পটা আসলে তারই যথাযথ সংবেদনশীল মিশ্রণ। গল্পটার চিত্রনাট্য, সংলাপ লেখার সময় সেই সংবেদনশীলতারই পরিচয় দিয়েছেন কাহিনিকার প্রিয়াঙ্কা পোদ্দার।"

অর্ণব আরও বলেন, "রুক্মিণীকে যখন গল্পটা শোনাতে যাই, ওঁর চোখেমুখে সেই অভিব্যক্তিগুলোই দেখতে পাই, যেগুলো যেকোনও পরিচালক সিনেমা দেখার শেষে দর্শকদের থেকে দেখতে চান। গল্পটা শুনে রুক্মিণীর রাজি হওয়া, তারপর একসঙ্গে দিনের পর দিন চিত্রনাট্য আর সংলাপ পরিমার্জনা, গল্পটাকে দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস। আর রুক্মিণী যেভাবে চরিত্রের প্রয়োজনে একটার পর একটা ছবিতে নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে মেলে ধরছেন, এই ছবিতেও সেইরকমই কিছু হতে চলেছে। শুধু তাই নয়, এই ছবিতে আরও অনেক সারপ্রাইজ আছে, যা ক্রমশ প্রকাশ্য।"

অর্ণব মিদ্যার পরিচালনায় 'মেঘলা' ছবিটিও রয়েছে পাইপলাইনে। কবে মুক্তি পাবে জানা যায়নি এখনও। তবে, 'হাঁটি হাঁটি পা পা' মুক্তি পাবে সামনের বছর গরমকালেই। ছবির শুটিং শীঘ্রই শুরু হবে।।

কলকাতা, 16 নভেম্বর: পরিচালক অর্ণব মিদ্যার ছবিতে এবার ধরা দেবেন রুক্মিণী মৈত্র। ছবির নাম 'হাঁটি হাঁটি পা পা'। সেলুলয়েডে একটি চিরন্তন প্রেমের গল্প বুনতে চলেছেন অর্ণব মিদ্যা। 'সেল্যুলয়েড ফিল্মস'-এর ব্যানারে 'মানবতা কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড'-এর সহ প্রযোজনায় আসবে এই ছবি।

হাঁটি হাঁটি পা পা এক চিরন্তন ভালোবাসার গল্প। তবে সে ভালোবাসা সমবয়সী নারী পুরুষের প্রেম নয়। বরং প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ব বোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালোবাসার কথা বলে 'হাঁটি হাঁটি পা পা'।

ছবির মুখ্য চরিত্রাভিনেত্রী রুক্মিণী মৈত্র বলেন, " 'হাঁটি হাঁটি পা পা’-র গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়। তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয় ৷ তাছাড়া অর্ণবের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে, সংবেদনশীল মানুষ ৷ আর আমাদের গল্পটা যেহেতু সম্পর্কের গল্প, আমার বিশ্বাস ছবিটা ও খুব ভাল বানাবে। ওর আগের ছবিগুলোও আমার ভালো লেগেছে। আশা করি একটা ভালো সিনেমা হতে চলেছে যা অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে।"

পরিচালক অর্ণব মিদ্যা বলেন, "এই ছবির গল্প, চিত্রনাট্য নিয়ে আমরা দীর্ঘ দিন ধরেই কাজ করে চলেছি। গল্পটা আসলে রুক্মিণীকে ভেবেই লেখা। একটা সম্পর্কের গল্পে যেমন হাসি-কান্না, ভালোলাগা-ভালোবাসা থাকে, এই গল্পটা আসলে তারই যথাযথ সংবেদনশীল মিশ্রণ। গল্পটার চিত্রনাট্য, সংলাপ লেখার সময় সেই সংবেদনশীলতারই পরিচয় দিয়েছেন কাহিনিকার প্রিয়াঙ্কা পোদ্দার।"

অর্ণব আরও বলেন, "রুক্মিণীকে যখন গল্পটা শোনাতে যাই, ওঁর চোখেমুখে সেই অভিব্যক্তিগুলোই দেখতে পাই, যেগুলো যেকোনও পরিচালক সিনেমা দেখার শেষে দর্শকদের থেকে দেখতে চান। গল্পটা শুনে রুক্মিণীর রাজি হওয়া, তারপর একসঙ্গে দিনের পর দিন চিত্রনাট্য আর সংলাপ পরিমার্জনা, গল্পটাকে দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস। আর রুক্মিণী যেভাবে চরিত্রের প্রয়োজনে একটার পর একটা ছবিতে নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে মেলে ধরছেন, এই ছবিতেও সেইরকমই কিছু হতে চলেছে। শুধু তাই নয়, এই ছবিতে আরও অনেক সারপ্রাইজ আছে, যা ক্রমশ প্রকাশ্য।"

অর্ণব মিদ্যার পরিচালনায় 'মেঘলা' ছবিটিও রয়েছে পাইপলাইনে। কবে মুক্তি পাবে জানা যায়নি এখনও। তবে, 'হাঁটি হাঁটি পা পা' মুক্তি পাবে সামনের বছর গরমকালেই। ছবির শুটিং শীঘ্রই শুরু হবে।।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.