কলকাতা, 16 নভেম্বর: শুরু হয়েছে 'দশম এপিজে বাংলা সাহিত্য উৎসব'। 15 নভেম্বর পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে এই সাহিত্য উৎসবের শুভ উদ্বোধন হয়েছে ৷ যা চলবে 17 নভেম্বর অবধি। তিনদিন ব্যাপী সাহিত্য উৎসবে উঠে আসছে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা। বক্তব্য রাখছেন সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা।
লেখক, পরিচালক, কবি, নাট্যকার, অভিনেতা, সাংবাদিক, আমলা, গবেষক, সঙ্গীতজ্ঞদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠছে এই সাহিত্য উৎসব। 15 নভেম্বর উৎসবের শুভ উদ্বোধন করবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুবোধ সরকার।
এরপরে এক আলোচনা সভায় অংশ নেন ড. স্বাতী গুহ, অমিতাভ দাস, প্রচেত গুপ্ত, অনুপম রায়, কিরণ দত্ত। আলোচনার বিষয় ছিল- "ধ্রুপদী এল, কল্কে পেল- বাংলার কি এল-গেল!"
16 নভেম্বর দুপুর 2টো থেকে 2টো 45 মিনিটে রয়েছে আরও এক আলোচনা সভা ৷ বিষয় - 'রসে বশে সপ্তপদে'। আলোচনায় ধীমান দাস, রঞ্জন বিশ্বাস ৷ সঞ্চালনায় সম্রাট মুখোপাধ্যায়। দুপুর 3টে থেকে 3:45 মিনিট অবধি আলোচনার বিষয় 'মেয়েদের কথা সাহিত্যে-গানে'। আলোচনায় শ্যামলী আচার্য এবং পরমা দাশগুপ্ত। সন্ধে 7টা থেকে 8:30 মিনিট পর্যন্ত আলোচ্য বিষয় 'গল্প হলেও সত্যি'- শতবর্ষে তপন সিনহা। আলোচনায় শতাব্দী রায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়।
শেষলগ্নে অর্থাৎ 17 নভেম্বর করা হয়েছে বিশাল আয়োজন। প্রথমেই দুপুর 12টা থেকে 1:30 মিনিট অবধি রয়েছে 'খুদে শব্দবাজি'। এরপর একে একে যথাক্রমে- 'উৎসব স্পেশাল পিক চার কথা', অণু গল্প পাঠ ও পুরস্কার বিতরণী। এরপরে আলোচনার বিষয় 'কেন কবিতা লিখে কে পড়ে কবিতা?' এরপরের আলোচনার বিষয় 'বিশ্বাসঘাতক থেকে রূপমঞ্জরী'- নারায়ণ সান্যাল শতবর্ষ। এরপরে 'খেরার গল্প- যাহা লিখিব সত্য লিখিব'।
তারপরে 'আমলাগাছি- অফিস আর অফিসার'। সবশেষে 'কলকাতা 71- শতবর্ষে মৃণাল সেন'। আলোচনায় অঞ্জন দত্ত এবং শিলাদিত্য সেন। এভাবেই সাজানো হয়েছে চলতি বছরে 'দশম এপিজে বাংলা সাহিত্য উৎসব'।