ETV Bharat / snippets

পুরুলিয়ায় ছাগল বোঝাই গাড়ি উলটে মৃত 4, আহত আরও 4

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 1:28 PM IST

Purulia Car Accident
গাড়ি উলটে মৃত্যু পুরুলিয়ায় (নিজস্ব চিত্র)

গাড়ি উলটে মৃত্যু হল 4 জনের। গুরুতর আহত আরও 4 জন। পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানার আইমুন্ডি গ্রামে । শুক্রবার সকালে জয়পুরের চৈতন্যডি থেকে একটি পিক আপ ভ্যানে করে ছাগল বিক্রির জন্য পুরুলিয়া যাচ্ছিলেন 15 জন । আইমুন্ডির কাছে পিছনের বাঁ দিকের চাকা ফেটে গিয়ে গাড়িটি উলটে যায় । আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যান পুলিশ কর্মীরা ৷ সেখানে 4 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহত 4 জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে খবর ৷ স্থানীয়রা বেশ কয়েকটি ছাগল নিয়ে চম্পট দিয়েছেন বলেও অভিযোগ মিলেছে ৷

গাড়ি উলটে মৃত্যু হল 4 জনের। গুরুতর আহত আরও 4 জন। পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানার আইমুন্ডি গ্রামে । শুক্রবার সকালে জয়পুরের চৈতন্যডি থেকে একটি পিক আপ ভ্যানে করে ছাগল বিক্রির জন্য পুরুলিয়া যাচ্ছিলেন 15 জন । আইমুন্ডির কাছে পিছনের বাঁ দিকের চাকা ফেটে গিয়ে গাড়িটি উলটে যায় । আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যান পুলিশ কর্মীরা ৷ সেখানে 4 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহত 4 জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে খবর ৷ স্থানীয়রা বেশ কয়েকটি ছাগল নিয়ে চম্পট দিয়েছেন বলেও অভিযোগ মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.