ETV Bharat / snippets

শতরান হাঁকিয়ে ইতিহাসে অভিষেক, গিল-রাহুলদের টপকে নাম তুললেন রেকর্ডবুকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 10:56 PM IST

abhishek sharma
শতরানের হুঙ্কার অভিষেকের (বিসিসিআই -এক্স হ্যান্ডেল)

আত্মপ্রকাশে ফিরেছিলেন শূন্য রানে ৷ চব্বিশ ঘণ্টার মধ্যে আমূল বদলে ফেললেন নিজেকে ৷ কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে শতরান হাঁকালেন ওপেনার অভিষেক শর্মা ৷ হারারেতে রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে শতরান হাঁকিয়ে রেকর্ডবুকে নামও তুলে ফেললেন পঞ্জাব ব্যাটার ৷ কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন তরুণ ভারতীয় ব্যাটার, যে নজির আর কারও নেই ৷ দ্রুততম হিসেবে টি-20 সেঞ্চুরি হাঁকানোর পথে অভিষেক এদিন পিছনে ফেললেন কেএল রাহুল (4 ইনিংস), শুভমন গিল (6 ইনিংস), দীপক হুডাদের (3 ইনিংস) ৷ অভিষেকের ব্যাটিং তাণ্ডবে এদিন স্কোরবোর্ডে 234 রান তোলে ভারত ৷ এরপর বোলারদের দাপটে 100 রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া ৷

আত্মপ্রকাশে ফিরেছিলেন শূন্য রানে ৷ চব্বিশ ঘণ্টার মধ্যে আমূল বদলে ফেললেন নিজেকে ৷ কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে শতরান হাঁকালেন ওপেনার অভিষেক শর্মা ৷ হারারেতে রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে শতরান হাঁকিয়ে রেকর্ডবুকে নামও তুলে ফেললেন পঞ্জাব ব্যাটার ৷ কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন তরুণ ভারতীয় ব্যাটার, যে নজির আর কারও নেই ৷ দ্রুততম হিসেবে টি-20 সেঞ্চুরি হাঁকানোর পথে অভিষেক এদিন পিছনে ফেললেন কেএল রাহুল (4 ইনিংস), শুভমন গিল (6 ইনিংস), দীপক হুডাদের (3 ইনিংস) ৷ অভিষেকের ব্যাটিং তাণ্ডবে এদিন স্কোরবোর্ডে 234 রান তোলে ভারত ৷ এরপর বোলারদের দাপটে 100 রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.