ETV Bharat / snippets

সিটুর হয়ে মামলা লড়েছেন, দাবি কল্যাণের; পালটা কটাক্ষ বামেদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 9:23 PM IST

KALYAN BANERJEE
কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (নিজস্ব চিত্র)

বাম আমলে সিটু তাঁকে দিয়ে মামলা করিয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ৷ আর এই মন্তব্যের পালটা আক্রমণ শানিয়েছে হুগলি জেলার সিটুর সম্পাদক তীর্থঙ্কর রায়। তাঁর দাবি, সিটুর হয়ে উনি কোনও মামলা করেননি। উনি দুর্নীতিগ্রস্ত মালিকদের পক্ষে মামলা করেছেন।

বাম নেতার কথায়, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় কবে শ্রমিকদের স্বার্থ দেখলেন ? ভুল কথা বলছেন উনি।" আর অন্যদিকে, শ্রমিক আন্দোলন কী তা বোঝাতে গিয়ে সাংসদ এদিন বলেন, "ট্রেড ইউনিয়ন মানে কোনও শ্রমিকের ব্যক্তিগত চিন্তা ভাবনা করার জায়গা নয়।" সিটুর হয়ে মামলার বিষয়ে কল্যাণ বলেন, "বামফ্রন্ট যখন ক্ষমতায় সিটু আমাকে দিয়ে মামলা করিয়েছে। শ্রমিকের জন্য চিরকালই আমি আইনি লড়াই করেছি।"

বাম আমলে সিটু তাঁকে দিয়ে মামলা করিয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ৷ আর এই মন্তব্যের পালটা আক্রমণ শানিয়েছে হুগলি জেলার সিটুর সম্পাদক তীর্থঙ্কর রায়। তাঁর দাবি, সিটুর হয়ে উনি কোনও মামলা করেননি। উনি দুর্নীতিগ্রস্ত মালিকদের পক্ষে মামলা করেছেন।

বাম নেতার কথায়, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় কবে শ্রমিকদের স্বার্থ দেখলেন ? ভুল কথা বলছেন উনি।" আর অন্যদিকে, শ্রমিক আন্দোলন কী তা বোঝাতে গিয়ে সাংসদ এদিন বলেন, "ট্রেড ইউনিয়ন মানে কোনও শ্রমিকের ব্যক্তিগত চিন্তা ভাবনা করার জায়গা নয়।" সিটুর হয়ে মামলার বিষয়ে কল্যাণ বলেন, "বামফ্রন্ট যখন ক্ষমতায় সিটু আমাকে দিয়ে মামলা করিয়েছে। শ্রমিকের জন্য চিরকালই আমি আইনি লড়াই করেছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.