হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: ভারতীয় বাজারে লঞ্চ করছে আইফোন 16 ৷ নতুন মডেল ঘিরে আইফোন প্রেমীদের মধ্যে উত্তেজনার শেষ নেই ৷ নতুন সিরিজের স্মার্টফোনগুলির ফিচার যোগ করার সঙ্গে সঙ্গে, পুরনো মডেলগুলিরও দাম কমিয়েছে ৷ আইফোন 14-এর দাম আগের থেকে 11 হাজার টাকা কমিয়েছে ৷ আই ফোন 15-এর দামও কমেছে ব্যপক হারে ৷ আজ ভারতীয় সময় রাত 10.30 মিনিটে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে iPhone 16-এর ৷ এবার দেখে নেওয়া যাক কোন সিরিজের মডেলে কত ছাড় ৷
iPhone 15-এ বড় ছাড়
- iPhone 15 লঞ্চ করার সময় এর দাম ছিল 79,600 টাকা।
- এখন এটি 9,601 টাকা ছাড় দেওয়া হচ্ছে ৷ বর্তমানে এই সিরিজের দাম 69,999 টাকা ৷
- এছাড়াও বিভিন্ন ব্যাংকেও অফার রয়েছে ৷ দাম যে আরও কম হবে তা অনুমান করা যাচ্ছে ।
- অ্যামাজন এবং ফ্লিপকার্ট-এর মত অলাইন সাইটগুলিতেও কম দামে পাওয়া যাচ্ছে ৷
আগামী মাসেই বাজারে আসছে iPhone 16, অ্যাপেল ওয়াচ ও এয়ারপড - iPhone 16
iPhone 14-এ 11,601 টাকা ছাড়
- iPhone 14 কিনতে চাইলে সেটা কেনার জন্য এখনই সুবর্ণ সুযোগ।
- iPhone 14 এখন 57,999 টাকায় পাওয়া যাচ্ছে । লঞ্চের সময় মডেলটির দাম ছিল 69,600 টাকা।
- এখন কোম্পানি গ্রাহকদের জন্য 11,601 টাকা ছাড় দিয়েছে।
- iPhone 15-এর মতো, এই মডেলটির দামেও বিভিন্ন ব্যাঙ্কের অফার আছে ৷ তাই দাম আরও কম হতে পারে।
কেন দাম কমছে ?
- নতুন মডেল বাজারে আনার পরই iPhone 14 এবং iPhone 15 এর দাম কমিয়েছে অ্যাপেল ৷
- কোম্পানি স্টোর থেকে পুরানো মডেলের বিক্রি করতেই দাম কমিয়েছে বলে অনুমান ৷
- গ্রাহকদের কম দামে ভালো ডিলের সুবিধা দিচ্ছে ৷
- iPhone 16 লঞ্চ হলে এর অন্যান্য পুরনো মডেলের দাম আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।