কলকাতা, 9 সেপ্টেম্বর: আরজি কর ঘটনার মাঝেই উথাল-পাথাল অবস্থা বিনোদন দুনিয়াতেও ৷ হেমা কমিটির রিপোর্ট নাড়িয়ে দিয়েছে টলিপাড়াকেও ৷ প্রকাশ্যে আসছে বাংলা ফিল্ম ইন্ডাষ্ট্রিতে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ ৷ পরিচালক অরিন্দম শীলের সাসপেন্ড হওয়ার খবরের 24 ঘণ্টা কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে 'আমি ঝুমা' নামের প্রোফাইল থেকে অভিযোগ উঠেছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে।
কী লেখা হয়েছে 'আমি ঝুমা'- নামক প্রোফাইলের পোস্টে...
ফেসবুকে আমি ঝুমা নামের অভিযোগকারীনী লিখেছেন, "জয়জিৎ...সবাই চেনে...মেসেজ করে লিখে সাইজ কত জানতে চায়, ধিক্কার, উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও।" আর এরপরেই জয়জিৎকে নিয়ে শুরু হয় সামাজিক মাধ্যমে শোরগোল। কেউ পক্ষে সওয়াল করেন কেউবা বিপক্ষে। কেউ জয়জিতের বহুদিনের বন্ধু তো কেউ অনুরাগী আবার কেউ অভিনেতা হিসেবেই চেনেন। এই পরিস্থিতিতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত ৷
তিনি ইটিভি ভারতকে বলেন, "ওই উঠতি আনকোরা অভিনেত্রী আমাকে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে মেসেজ করেছিলেন। আমাকে হ্যালো লিখেছিলেন। আমার কোনও রিপ্লাইও সেখানে নেই। মানে আমি কোনও উত্তর তাঁকে দিইনি ৷ শুধু আমাকে না, পরে জানলাম আমার মতো আরও অনেককেই এরকম টেক্সট করেছেন উনি। এভাবে প্রচারের আলোয় আসতে চাইছেন আসলে। এগুলো এখন আর গায়ে মাখি না। এই সময়ে অনেকেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। ফুটেজ খেতে চাইছেন এবং এভাবে পরিচিত মুখ হতে চাইছেন। কী আর করা যাবে। দেখতে থাকি।
অভিনেতা এদিন আরও বলেন, " প্রমাণ চেয়েছিলাম। 36 ঘণ্টা তো কেটে গেল। প্রমাণ কোথায়? আমার নাকি অনেক উত্তর ওর মেসেজ বক্সে আছে। সেগুলো কোথায়? দেখাক একবার।" উল্লেখ্য, রবিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে টলিপাড়ার মিছিলেও হাঁটতে দেখা গিয়েছে 'আমি ঝুমা' নামের জনৈক উঠতি অভিনেত্রীকে।