আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া চিকিৎসকের খুনের প্রতিবাদ এবার আছড়ে পড়ল সিঙ্গাপুরেও ৷ শনিবার নারী সুরক্ষা ও নারী নিরাপত্তার দাবিতে সিঙ্গাপুরবাসীরাও প্রতিবাদে সামিল হন। সিঙ্গাপুরে কাজের সূত্রে বাস হলেও শিকড় রয়েছে কলকাতায় ৷ ফলে তিলোত্তমার বুকে ঘটে যাওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে সামিল হন তাঁরাও ৷ এদিনের প্রতিবাদী জমায়েতে সিঙ্গাপুর নিবাসী লেখিকা জাইবুন সিরাজ বলেন, "পুরুষদের নারীকে সম্মান করতে শেখাতে হবে। সবার আগে এই শিক্ষাটাই তাদেরকে দেওয়া উচিত।" এই একই কথা বলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী। তিনি ইটিভি ভারতকে বলেন, "আমার ছেলেকে সবার আগে শেখাব মেয়েদের যাতে সে সম্মান করে। কোনও মেয়ে যেন সবসময় তাকে পাশে দেখে নিরাপদ ভাবে নিজেকে।"
আরজি কর প্রতিবাদের ঝড় এবার সিঙ্গাপুরেও
Published : Aug 31, 2024, 5:02 PM IST
আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া চিকিৎসকের খুনের প্রতিবাদ এবার আছড়ে পড়ল সিঙ্গাপুরেও ৷ শনিবার নারী সুরক্ষা ও নারী নিরাপত্তার দাবিতে সিঙ্গাপুরবাসীরাও প্রতিবাদে সামিল হন। সিঙ্গাপুরে কাজের সূত্রে বাস হলেও শিকড় রয়েছে কলকাতায় ৷ ফলে তিলোত্তমার বুকে ঘটে যাওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে সামিল হন তাঁরাও ৷ এদিনের প্রতিবাদী জমায়েতে সিঙ্গাপুর নিবাসী লেখিকা জাইবুন সিরাজ বলেন, "পুরুষদের নারীকে সম্মান করতে শেখাতে হবে। সবার আগে এই শিক্ষাটাই তাদেরকে দেওয়া উচিত।" এই একই কথা বলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী। তিনি ইটিভি ভারতকে বলেন, "আমার ছেলেকে সবার আগে শেখাব মেয়েদের যাতে সে সম্মান করে। কোনও মেয়ে যেন সবসময় তাকে পাশে দেখে নিরাপদ ভাবে নিজেকে।"