ETV Bharat / snippets

ওড়িশায় স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা, মৃত বাংলার 2 শ্রমিক; আহত 7

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 2:53 PM IST

STEEL PLANT COLLAPSE
ওড়িশায় স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় মৃত 2 বাংলার শ্রমিক (নিজস্ব চিত্র)

ওড়িশার রুংটা মাইনস লিমিটেডের ঢেঙ্কানাল স্টিল প্ল্যান্টে মর্মান্তিক দুর্ঘটনা ৷ যান্ত্রিক কাঠামো ধসে দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন বলে খবর ৷ গুরুতর আহত হয়েছেন আরও 7 জন ৷ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ নিহত দুই শ্রমিকের নাম বিবেকানন্দ সাহু (খোকন) ও বিষ্ণু মাঝি (ঈশান)। তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ গুরুতর আহত 7 জনের মধ্যে নব কুমার সামান্থা ও অমল বেরা বাংলার বাসিন্দা। কারখানার কর্তৃপক্ষে তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । কারখানার ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারখানায় ভিতরে যন্ত্রাংশ সরানোর কাজ চলার সময় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে ৷

ওড়িশার রুংটা মাইনস লিমিটেডের ঢেঙ্কানাল স্টিল প্ল্যান্টে মর্মান্তিক দুর্ঘটনা ৷ যান্ত্রিক কাঠামো ধসে দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন বলে খবর ৷ গুরুতর আহত হয়েছেন আরও 7 জন ৷ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ নিহত দুই শ্রমিকের নাম বিবেকানন্দ সাহু (খোকন) ও বিষ্ণু মাঝি (ঈশান)। তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ গুরুতর আহত 7 জনের মধ্যে নব কুমার সামান্থা ও অমল বেরা বাংলার বাসিন্দা। কারখানার কর্তৃপক্ষে তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । কারখানার ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারখানায় ভিতরে যন্ত্রাংশ সরানোর কাজ চলার সময় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.