মহা সমারোহে জগন্নাথ দেবের স্নানযাত্রা, পুরী থেকে দেখুন সরাসরি - Snan Yatra 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jun 22, 2024, 8:04 AM IST
আজ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা ৷ প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে 'স্নান পূর্ণিমা' বা 'দেবস্নান পূর্ণিমা' বলা হয় ৷ ওড়িশার জগন্নাথ ধাম মন্দিরের স্নান কক্ষে রীতি মেনে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মাধ্যমে 108 কলসিতে সুগন্ধি জল দিয়ে চতুর্ধামূর্তিকে স্নান করানোর পালা চলছে । প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য ৷ অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হবেন প্রভু জগন্নাথ । সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রীজগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন। এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয় । শ্রীজগন্নাথের লীলাক্ষেত্র পুরুষোত্তম এলাকায় প্রভুর স্নান অনুষ্ঠান হল একটি ধ্রুপদী বিত্তধুম লীলা। যেহেতু এই স্নান প্রথম ভগবানের আবির্ভাবের সময় করা হয়েছিল, তাই একে শ্রীদারু ব্রহ্মার আদ্যালীলা বলা হয় । মহারাজা ইন্দ্রদ্যুম্ন এবং রানী গুন্ডিচা মহাপ্রভু দারু ব্রহ্মার অবতারের পর প্রথম শুভ মুহূর্তে এই স্নান করেছিলেন । কথিত আছে স্বয়ং জগন্নাথ মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তাঁর অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না-দেখেন ৷ তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন সাধারণের জন্য বন্ধ রাখা হয় পুরীর মন্দিরের দরজা ৷