আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি, রাজ্যজুড়ে অসহযোগ আন্দোলনের ডাক শঙ্কর ঘোষের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 8:20 PM IST

Siliguri MLA Shankar Ghosh: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও কলকাতার নগরপাল বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি করল বিজেপি ৷ এই দাবিতেই এবার রাজ্যজুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা মুখ্য সচেতক শঙ্কর ঘোষ । শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আবেদন করেছি, যাতে রাজ্যজুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হয় । সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের এতে এগিয়ে আসতে হবে । কারণ, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে নির্যাতিতা কোনও ভাবেই ন্যায় পাবে না ।"

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ এরই সঙ্গে আরজি করে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই তদন্তের ভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট । ওই তদন্তে যাবতীয় তথ্য ও নথি সিবিআইকে সপে দিয়েছে পুলিশ । তদন্তে নেমে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় শনিবার এফআইআর দায়ের করল সিবিআই ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.