আমি হাওড়ার ভূমিপুত্র, নাম না করে প্রসূনকে খোঁচা বিজেপি প্রার্থী রথীনের - rathin chakraborty
🎬 Watch Now: Feature Video
Published : Mar 17, 2024, 5:25 PM IST
Lok Sabha Elections 2024: রবিবার উত্তর হাওড়ায় প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। 2021 সালের বিধানসভা নির্বাচনে বহিরাগত তত্ত্বকে হাতিয়ার করে ময়দানে নেমেছিল রাজ্যের তৃণমূল। এই অস্ত্রে বিজেপিকে ঘায়েলও করেছিল বাংলার শাসক শিবির। শাসকের সেই তত্ত্বকে ব্যবহার করেই এদিন তৃণণূল প্রার্থীকে কটাক্ষ করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
তিনি বলেন, "আমি ভূমিপুত্র। যেদিন থেকে আমার নাম ঘোষণা হয়েছে সেদিন থেকেই প্রচার চলছে ৷ মানুষ ভালোবাসা দিয়ে বরণ করছেন ৷ আমিও তাদের কাছে আশীর্বাদ চাইছি।" অনেকেই মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে নাম না করে প্রসূণকেই কটাক্ষ করেছেন রথীন। যদিও বিজেপি প্রার্থীর বক্তব্য নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রবিবার সকাল 11টা নাগাদ হাওড়ার 13 নম্বর ওয়ার্ড শৈলকুমার মুখার্জি লেনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠানে যান বিজেপি প্রার্থী। তার আগে ওই এলাকার একটি কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে এদিনের প্রচার শুরু করেন রথীন ৷ তাঁর সঙ্গে প্রচারে সামিল হয়েছিলেন 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি গীতা রাই-সহ অন্য বিজেপি নেতারা।