মায়াপুর ইসকনে রথযাত্রা, হরিনাম সংকীর্তনে মাতোয়ারা ভক্তরা - RATH YATRA 2024 - RATH YATRA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 10:22 PM IST

মায়াপুর, 7 জুলাই: মহাসমারোহে ধুমধামের সঙ্গে পালিত হল নদিয়ার মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব ৷ রবিবার সকাল থেকেই উৎসবে মুখর হয়ে ওঠে নবদ্বীপ ৷ জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামদেবকে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে দেশ ও বিদেশি অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয় এদিন। বিদেশি ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মেতে ওঠে ৷ তিনটি পৃথক রথ, ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয় ৷ সকাল থেকেই চলে জোর কদমে প্রস্তুতি, দুপুর তিনটে নাগাদ রথের রশিতে টান পড়ে ৷

এরপর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়াপুর ইসকনের চন্দ্রদয় মন্দিরে ৷ রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, শ্রীধাম মায়াপুর একটি তীর্থক্ষেত্র ৷ সারা বছরই হাজার হাজার ভক্তবৃন্দদের ভিড় হয় ৷ এই বছর রথযাত্রা মানুষের মূল আকর্ষণ হয়ে উঠেছে ৷ আগত ভক্তবৃন্দদের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ৷ মহাপ্রভু জগন্নাথদেব, দেবী সুভদ্রা এবং বলরামদেব মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে সাত দিনের জন্য অস্থায়ী অবস্থান করবেন ৷ এরপর আবার মায়াপুর সংযুক্ত রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য একই সমারোহে নিয়ে যাওয়া হবে জগন্নাথদেবকে। এককথায় এদিন জমজমাট ছিল মায়াপুরের ইসকন মন্দির ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.