পালঙ্কে শুয়ে ছোট্ট রাম, বালুশিল্পে রামনবমীর শুভেচ্ছা সুদর্শনের - Ram Navami 2024 - RAM NAVAMI 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 17, 2024, 3:03 PM IST
Ram Navami Sand Art: দেশজুড়ে আজ মহাসমারোহে পালিত হচ্ছে ভগবান শ্রী রামের জন্মদিবস ৷ রামনবমী উপলক্ষে মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পুজো ও প্রার্থনা ৷ ওড়িশার পুরীর নীলাদ্রি সৈকতে বালি দিয়ে রামের প্রতিকৃতি তৈরি করেছেন শিল্পী পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক ৷ সেখানে দেখা যাচ্ছে ছোট্ট রাম পালঙ্কে শুয়ে রয়েছে ৷ নিচে ধনুকের প্রতিকৃতির মধ্যে লেখা 'শুভ রামনবমী' ৷ বিভিন্ন রং দিয়ে খুব রঙিনভাবে এই বালির ভাস্কর্যটি তৈরি করেছেন শিল্পী ৷ এই ভাস্কর্যের মধ্যে দিয়ে শিল্পী সুদর্শন দেশবাসীকে শুভ রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ যা দেখতে পুরীর সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা ৷ চাক্ষুষ দেখার পাশাপাশি সকলেই ছোট্ট রামের এই বালি ভাস্কর্যের ছবি মোবাইলে লেন্স বন্দি করেন ৷