thumbnail

বর্ধমানে রামমন্দির ! কিরণ সংঘের থিমে অসুর বধে রামলালা

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

চলতি বছর 68তম বর্ষে পা দিল বর্ধমানের ইছলাবাদ কিরণ সংঘ । গতবার বেনারসের ঘাট থিমের পর এবার তাদের ভাবনায় অযোধ্যার রামমন্দির । তবে থিমের মাধ্যমে রামমন্দির তুলে ধরলেও রাজনীতির কোনও গন্ধ নেই বলেই মত উদ্যোক্তাদের । শুধুমাত্র সাধারণ মানুষের আবেগকে সম্মান জানাতেই তাদের এই চিন্তাভাবনা বলে জানিয়েছে পুজো উদ্যোক্তারা । 

অযোধ্যার অনুকরণে এখানেও রামমন্দিরে থাকছে রামলালার মূর্তি । মণ্ডপে দশভূজার বড় কোনও মূর্তি থাকছে না । কেবল পুজোর জন্য একটি ছোট মূর্তি রাখা হয়েছে ৷ ক্লাবের সম্পাদক অভিজিৎ নায়েক বলেন, "বর্তমানে সৌন্দর্য হোক বা অন্য কিছু, সবদিক থেকে মানুষের একটা আবেগ জড়িয়ে আছে রামমন্দিরকে ঘিরে । মূলত সেই ভাবনাকে কাজে লাগিয়েই আমরা থিম হিসেবে রামমন্দিরকে বেছে নিয়েছি ।" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.