আমাদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে মানুষের ভাবনা জারি থাক: 'অযোগ্য' জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা - Prosenjit Rituparna Interview - PROSENJIT RITUPARNA INTERVIEW
🎬 Watch Now: Feature Video
Published : May 25, 2024, 5:14 PM IST
Prosenjit-Rituparna Interview: 7 জুন বড়পর্দায় আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'অযোগ্য'। এটি টলিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর পঞ্চাশতম ছবি । বাংলা ফিল্মে 'নাগপঞ্চমী' দিয়ে শুরু হয়েছিল এই জুটির ম্যাজিক । এরপর যত দিন গিয়েছে, ততই বেড়েছে তাঁদের জনপ্রিয়তা ৷ 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', 'মনের মানুষ', 'স্ত্রীর মর্যাদা', 'মধুর মিলন', 'সুন্দরী', 'বাবা কেন চাকর', 'মধু মালতী' থেকে 14 বছরের মান-অভিমানের পালা কাটিয়ে 'প্রাক্তন', 'দৃষ্টিকোণ' আর আজকের 'অযোগ্য'- দর্শকের একই রকম আগ্রহ তাঁদের অনস্ক্রিন এবং অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে । আর এই জুটিও এটাই চায়, এই আগ্রহটা, ভাবনাটা টিকে থাক সারাজীবন ।
'অযোগ্য' মুক্তির ঠিক আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইটিভি ভারতকে বললেন, "আজ থেকে 25 বা 30 বছর পরেও মানুষ আমাদের নিয়ে ভাববে ।" আর এটাই চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ৷ তিনি বলেন, "মানুষ ভাবনাটা জিইয়ে রাখুক না !" প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, "প্রাক্তন, দৃষ্টিকোণ এবং অযোগ্য সব জায়গাতেই কিন্তু আমাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আছে ৷" বাস্তবেও তাঁদের সম্পর্ক ভাঙনে কি ছিল কোনও তৃতীয় ব্যক্তি ? ইটিভি ভারতকে কী বললেন বুম্বাদা ?