মুম্বইয়ে রিজার্ভ ব্যাংকের 90 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি - PM Narendra Modi on RBI - PM NARENDRA MODI ON RBI
🎬 Watch Now: Feature Video
Published : Apr 1, 2024, 11:41 AM IST
|Updated : Apr 1, 2024, 12:03 PM IST
এবছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর 90 বছর পূর্তি ৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ রয়েছেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাশ ৷ 1935 সালে হিলটন ইয়ং কমিশনের প্রস্তাব অনুযায়ী আরবিআইয়ের প্রতিষ্ঠা হয়েছিল ৷ দেশের জাতীয় কেন্দ্রীয় ব্যাংকটি 1934 সালের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী কাজকর্ম পরিচালনা করে ৷ এর প্রথম গভর্নর ছিলেন স্যার অসবোর্ন স্মিথ ৷ প্রথমে ব্যাংকটি কলকাতায় থাকলেও পরে তা মুম্বইয়ে স্থানান্তরিত করা হয় ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বই সফরে গিয়েছেন ৷ এদিকে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ড নিয়ে বিতর্কের মুখে পড়েছে বিজেপি সরকার ৷
Last Updated : Apr 1, 2024, 12:03 PM IST