তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির, দেখুন সরাসরি - PM NARENDRA MODI - PM NARENDRA MODI

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 6:40 PM IST

Updated : Jun 9, 2024, 9:52 PM IST

বারবার তাঁর গলায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমালোচনা শোনা গিয়েছে ৷ সেই নেহরুর রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদি ৷ নেহরুর পর তিনিই টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৷ দেশে গঠিত হল অষ্টাদশ এনডিএ সরকার ৷ সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ খানিকটা দূরে 240টি আসনে জয়ী হওয়া বিজেপি-কে সরকার গড়তে সাহায্য করছে অন্ধ্রের চন্দ্রবাবুর টিডিপি এবং বিহারের নীতীশ কুমারের জেডি(ইউ) ৷ 2014 সালে কংগ্রেসের নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকারকে ধুয়ে সাফ করে দিয়েছিল প্রথম মোদি ঝড় ৷ সেবার বিজেপির ঝুলিতে ছিল 282টি আসন আর কংগ্রেস পেয়েছিল 44টি আসন ৷ দ্বিতীয়বার 2019 সালে সেই ঝড় অব্যাহত ছিল দেশে ৷ বিজেপি 303টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ৷ অন্যদিকে, বিরোধীর জায়গায় উঠে আসার মতো যথেষ্ট আসন জিততে পারেনি কংগ্রেস ৷ দশ বছর পর শেষমেশ ছবিটা বদলেছে ৷ কংগ্রেসের কাছে রয়েছে 99টি আসন ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বিরোধী নেতা হতে পারেন বলে শোনা যাচ্ছে ৷
Last Updated : Jun 9, 2024, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.