পরিবেশের রক্ষায় 'গাছে রাখি' বেঁধে সবুজায়নের বার্তা - Rakhi Bandhan 2024 - RAKHI BANDHAN 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 11:04 PM IST

বসতি গড়ে তুলতে মানুষ প্রকৃতিকে  ধ্বংস করছে ৷ চিরসুবজ ডুয়ার্সেও কমছে গাছের সংখ্যা ৷ পরিবেশ রক্ষায় গাছ বাঁচাতে আলিপুরদুয়ারে এগিয়ে এলেন বনবস্তির বাসিন্দারা। সোমবার রাখি পূর্ণিমা উপলক্ষ্যে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে থাকা বনবস্তি বাসিন্দারা উপস্থিত হয়েছিলেন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজা ভাতখাওয়ায় ৷ সেখানেই গাছে রাখি বেঁধে গাছ বাঁচানোর শপথ নেন। বিভিন্ন এলাকার বনবস্তির বাসিন্দাদের কথায়, "দাদা- ভাইদের রাখি বাঁধলে তাঁরা যেমন আমাদের রক্ষা করেন ৷ তেমনই, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে গাছ। এ জন্যই এদিন গাছকে রাখি বেঁধে অরণ্য বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম ।" অপরদিকে, এ বিষয়ে উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেল বলেন, "আমাদের মূল লক্ষ্যই গাছ বাঁচানো। এক একটি গাছে রাখি বেঁধে, তারা গাছটি ধরে ভাইয়ের টান অনুভব করছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.