পরিচালক হিসেবে হাতে খড়ি চৈতি ঘোষালের, মাকে কত নম্বর দিলেন ছেলে অমর্ত্য? - চৈতী ঘোষাল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 5:31 PM IST

Never Mind Movie: পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী চৈতী ঘোষাল ৷ বানাচ্ছেন তাঁর প্রথম ফিচার ফিল্ম 'নেভার মাইন্ড'। যেখানে একজন বার বা পানশালার সিঙ্গারের চরিত্রে দেখা যাবে চৈতী পুত্র অমর্ত্যকে। অ্যাংলো ইন্ডিয়ান যুবক তিনি। ঘটনাক্রমে তার সঙ্গে দেখা হয় ঋতুপর্ণা অভিনীত চরিত্রটির। মা চৈতী ঘোষালকে এত বছর ধরে অভিনেত্রীর ভূমিকাতেই দেখে এসেছেন অমর্ত্য। এবার তিনি পরিচালকের আসনে ৷ মাকে অভিনেত্রী নাকি পরিচালক হিসেবে এগিয়ে রাখবেন তিনি? প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন বলে মধ্যপন্থা অবলম্বন করলেন তিনি। তবে, মায়ের সঙ্গে সিনেমা নিয়ে তাঁর বিস্তর আলোচনা হয় বলে জানিয়েছেন অমর্ত্য। অন্যদিকে, চৈতী ঘোষালও খুশি অমর্ত্য অভিনয় ছাড়াও ছবির খুঁটিনাটি অনেক দিকের খেয়াল রাখেন বলে।

অমর্ত্য রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও ছবিতে অভিনয় করছেন সুদীপা বসু, পাপিয়া সেন, শুভাশিস মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। উল্লেখ্য, এই ছবিতে উঠে আসবে পার্কস্ট্রিটের জীবনযাত্রা। সর্বোপরি এটি একটি শহরের গল্প। এই ছবির গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির সিনেমাটোগ্রাফার গোপী ভগত। ছবির আবহসঙ্গীত ও গানের নির্মাণে রূপম ইসলাম। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.