বৈঠকে এনডিএ’র জয়ী প্রার্থীরা, আজই ‘দলনেতা’ মোদি; দেখুন সরাসরি - NDA Parliamentary Party Meeting - NDA PARLIAMENTARY PARTY MEETING
🎬 Watch Now: Feature Video
Published : Jun 7, 2024, 11:58 AM IST
|Updated : Jun 7, 2024, 2:29 PM IST
অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ 543টি আসনের মধ্যে 242টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জেডি(ইউ)-এর নিতীশ কুমার জানিয়েছেন, তাঁরা এনডিএ জোটের সঙ্গেই আছেন ৷ 9 জুন, রবিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷ সর্বসম্মতিক্রমে তাঁকে নেতা হিসাবে নির্বাচিত করে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সদস্যদের সঙ্গে জোট সরকারের প্রধান হিসাবে তৃতীয়বারের মতো শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন । এনডিএ সাংসদরা মোদিকে আনুষ্ঠানিকভাবে তাঁদের নেতা নির্বাচিত করতে আজ বৈঠকে বসেছেন ৷ বৈঠকে নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং এবং জে পি নাড্ডা ছাড়াও 16টি দলের নেতারা ও লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীরা উপস্থিত রয়েছেন ৷ সূত্রের খবর, সেখানেই আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদিকে দলনেতা হিসেবে বেছে নেওয়া হবে ৷ 9 জুন শপথ নেবে নরেন্দ্র মোদি 3.0 সরকার ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
Last Updated : Jun 7, 2024, 2:29 PM IST