বিজেপি চাকরিখেকো, মালদায় আক্রমণ মমতার; দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-04-2024/640-480-21335134-thumbnail-16x9-image-aspera.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Apr 28, 2024, 2:15 PM IST
|Updated : Apr 28, 2024, 2:55 PM IST
একুশে তাঁর প্রার্থী জিতেছিলেন এক লক্ষ 30 হাজার ভোটে ৷ রাজ্যে সেটা ছিল রেকর্ড ৷ তাই চব্বিশের ভোটে তিনি তীক্ষ্ণ নজর রেখেছেন সুজাপুর কেন্দ্রে ৷ তিনি জানেন, লোকসভা ভোটে জিততে হলে এই কেন্দ্রে বিধানসভা ভোটের লিড ধরে রাখতেই হবে ৷ একইসঙ্গে কালিয়াচক সংলগ্ন বৈষ্ণবনগর ও মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের লিড ধরে রাখাও তাঁর লক্ষ্য ৷ সেই উদ্দেশ্যেই রবিবার দুপুরে কালিয়াচক কৃষি ফার্মের মাঠে দক্ষিণ মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে নির্বাচনী জনসভা করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে আজ তিনি কিছু ভবিষ্যৎ প্রকল্পের ঘোষণাও করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ তবে তৃণমূলের একাংশ বলছে, বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটে জিতলেও বিধায়ক আবদুল গনির এলাকায় না থাকা এবং তাঁর দুর্ব্যবহারের অভিযোগ শাহনওয়াজকে এখানে খানিকটা ব্যাকফুটে ঠেলে দিতে পারে ৷ তবে এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর সকলের ৷
Last Updated : Apr 28, 2024, 2:55 PM IST