প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হবিবপুরে মমতার জনসভা, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 3:00 PM IST

Mamata Banerjee is Live: ক'দিন আগে গাজোল, আজ হবিবপুর ৷ 2024-এর লোকসভা নির্বাচনে বরিন্দ ভূমির ফ্যাকাশে লাল মাটিতে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই এবারের লোকসভা নির্বাচনের প্রচারে পদ্ম শিবিরের মূল ঘাঁটিতে আঘাত হেনেছেন তিনি ৷ রবিবাসরীয় দুপুরে মালদায় তাঁর দ্বিতীয় সভাটি হচ্ছে হবিবপুরের রাইস মিল ময়দানে ৷ ভুললে চলবে না, এই হবিবপুর বিধানসভা কেন্দ্র থেকেই সিপিএমের টিকিটে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছেন উত্তর মালদার বিদায়ী সাংসদ, এবার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ যাঁর সম্পর্কে জেলায় বলা হয়, তিনি ভোটে হারতে জানেন না ৷ সেই খগেন মুর্মুর সামনে মমতা এবার রাজনীতিতে আনকোরা ব্যক্তিকে প্রার্থী করেছেন ৷ স্বেচ্ছাবসর নেওয়া আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে এবার খগেনের বিপক্ষে মমতার ভরসা ৷ আদিবাসী অধ্যুষিত হবিবপুরে আজ মমতা কী বার্তা দেন, সেদিকেই নজর সবার ৷ হবিবপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখুন সরাসরি ইটিভি ভারতে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.