কালীপদ সোরেনের সমর্থনে গড়বেতায় বক্তব্য রাখছেন মমতা, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 26, 2024, 2:52 PM IST
|Updated : Apr 26, 2024, 3:15 PM IST
Mamata Banerjee Live: ঝাড়গ্রামের দলীয় প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কেন্দ্রে গড়বেতায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী ৷ শুক্রবার রাজ্যে চলছে দ্বিতীয় দফার নির্বাচন ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে চলছে ভোটগ্রহণ ৷ এরইমাঝে পশ্চিম মেদিনীপুরের পিংলায় অভিনেতা তথা বিদায়ী সাংসদ দেবের সমর্থনে জনসভা করেছেন তিনি ৷ আর এখন গড়বেতায় বক্তব্য রাখছেন তিনি ৷ ঝাড়গ্রামের 17 নম্বর ওয়ার্ডের ভরতপুরের বাসিন্দা কালীপদ সোরেন ওরফে খেরওয়াল সোরেন এবার এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য গতবছর পদ্মশ্রী পেয়েছেন তিনি। ঝাড়গ্রামের বিখ্যাত সাঁওতালি ভাষার কবি সাহিত্যিক কালীপদ সোরেন ৷ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2019 সালে জিতেছিল বিজেপি। বিজেপির ডেরা এবার নিজেদের করতে তৃণমূলের এই পদক্ষেপ কতটা সুবিধা দেবে, তা বলবে ভবিষ্যত। তবে, এখন গড়বেতা হাইস্কুল মাঠে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Apr 26, 2024, 3:15 PM IST