ফের আরও একদফার প্রার্থী তালিকা ঘোষণা বামেদের, দেখুন সরাসরি... - Left Front Candidate List - LEFT FRONT CANDIDATE LIST
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-03-2024/640-480-21055826-thumbnail-16x9-kk.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Mar 23, 2024, 4:40 PM IST
|Updated : Mar 23, 2024, 4:54 PM IST
Left Front Live: লোকসভা নির্বাচন কড়া নাড়ছে দোরগোড়ায় ৷ 16 মার্চ নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয় ৷ বাংলায় 7 দফায় ভোট হবে ৷ শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে ফের আরও একদফার প্রার্থী তালিকা ঘোষণা করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ এর আগে গত বৃহস্পতিবার অর্থাৎ 14 মার্চ একদফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা ৷ এরপর রবিবার মাত্র একটি আসনে (আলিপুরদুয়ার) ফের বামেরা প্রার্থী দেয় ৷ সেদিন বামেদের তরফে জানানো হয়েছিল, নির্বাচন কমিশন প্রথম যে দু'দফা ভোটের দিন ঘোষণা করেছে সেই আসনগুলোতেই প্রার্থী দেওয়া হল ৷ অর্থাৎ 19 এপ্রিল, প্রথম দফা- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি উত্তরবঙ্গের 4 কেন্দ্রে ভোট ৷ 26 এপ্রিল, দ্বিতীয় দফা-দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট আসনে প্রার্থী দেওয়া সম্পূর্ণ বামেদের ৷ আজ আরও একদফার প্রার্থী ঘোষণা হচ্ছে আজ ৷ এদিকে ইতিমধ্যেই কংগ্রেস 8 আসনে প্রার্থী দিয়েছে। তাতে তাৎপর্যপূর্ণভাবে মুর্শিদাবাদ আসনটি সিপিএমের জন্য ছেড়ে রাখা হয়েছে। সেখান থেকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রার্থী হতে পারেন। সবমিলিয়ে বাম-কংগ্রেস জোট ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অবসান হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Mar 23, 2024, 4:54 PM IST